শেষ আপডেট: 5th January 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। রবিবার সকালে ফরিদপুর থানা এলাকায় গোগলা পঞ্চায়েতের বনগ্রামের হনুমান মন্দিরের ঠিক পিছনেই ওই কঙ্কাল দেখতে পাওয়া যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা লাউদোয়া ফরিদপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে স্থানীয় এক ব্যক্তি হনুমান মন্দিরের পিছনে পুকুর পাড়ে গেছিলেন। সেখানে একটি মাথার খুলি ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
কঙ্কাল নজরে আসতেই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। পরে অন্যরা চিৎকার শুনে ছুটে এলে দেখতে পান, একটি গাছে একজনের মাথার খুলি ঝুলছে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কঙ্কালের মাথার খুলি ও আশেপাশে পড়ে থাকা হাড়গোড় উদ্ধার করেছে। জানা গেছে, পরে সে সব উদ্ধার করে নিয়ে যান তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা। শরীরের মাংসপেশী পচে গিয়ে হাড় কঙ্কাল বেরিয়ে পড়ে। গলার কাছ থেকে ভেঙে বাকি অংশ নীচে পড়ে যায়।
আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (অন্ডাল) পিন্টু সাহা বলেন, “ওই এলাকায় কেউ নিখোঁজ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর কারণ জানতে ওই কঙ্কাল আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।”