শেষ আপডেট: 6th December 2024 23:07
দ্য ওয়াল ব্যুরো: অনেক জটিলতার পর পশ্চিমবঙ্গের ছটি বিশ্ববিদ্যালয় অবশেষে উপাচার্য পাচ্ছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন ‘সার্চ-অ্যান্ড-সিলেকশন’ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসকেও ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে ‘সার্চ-অ্যান্ড-সিলেকশন’ কমিটি তৈরি হয়েছিল। বলা হয়েছিল, এই কমিটিই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য নিয়োগের জন্য পছন্দ মতো তিনটি নামের তালিকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। সেই তালিকা থেকে মুখ্যমন্ত্রী পছন্দের ভিত্তিতে একটি তালিকা তৈরি করে রাজ্যপালকে পাঠাবেন। কোনও সমস্যা তৈরি হলে প্রয়োজনে পরে তা বিবেচনা করা হবে।
— Bratya Basu (@basu_bratya) December 6, 2024
শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নাম এসেছে অধ্যাপক ডঃ নির্মাল্য নারায়ণ চক্রবর্তীর, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেতে চলেছেন রূপকুমার বর্মা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শঙ্কর কুমার নাথ, কল্যাণীতে কল্লোল পাল, রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ে অমিয় কুমার পাণ্ডা এবং সিধো-কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসতে চলেছেন পবিত্র কুমার চক্রবর্তী।
শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নিজের পছন্দ মতো উপাচার্যের তালিকা প্রস্তুত করে আচার্য তথা রাজ্যপালকে পাঠাতে পারেন। আপাতত এই বিষয়ে সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করছে না। এই পদ্ধতিতে কিছু সংশোধন চেয়ে রাজ্যপাল শীর্ষ আদালতের দ্বারস্থ হন। কিন্তু আদালত সিদ্ধান্ত পরিবর্তন করেনি।
রাজ্যের আইনজীবীর বক্তব্য ছিল, ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জন্য নামের একটি প্যানেল প্রকাশ হয়েছে। নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। এখন কোনও বাধা এলে পুরো প্রক্রিয়া ব্যাহত হতে পারে। সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, এই সিদ্ধান্ত বদলানো হলে উপাচার্য নিয়োগে আরও দেরি হবে। তাই এখনই কোনও পদক্ষেপ তাঁরা নিচ্ছেন না। তবে রাজ্যপালের আর্জি খারিজ হচ্ছে না। শীর্ষ আদালত জানিয়েছিল, নামের তালিকা নিয়ে যদি মুখ্যমন্ত্রী এবং আচার্যের কোনও বিবাদ বাঁধে, তখনই ওই আবেদন বিচার করা হবে।