শেষ আপডেট: 18th February 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: কোথাও রেল লাইনের সংস্কার তো কোথাও সেতু সংস্কার, কোথাও বা ইন্টারলকিংয়ের কাজ। রেলের সংস্কারের জন্য সম্প্রতি বিভিন্ন রুটে ট্রেন বাতিলের খবর নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এতদিন বাতিলের কোপে পড়ছিল শুধু লোকাল, প্যাসেঞ্জার ট্রেন। এবার সেই তালিকায় যুক্ত হল দূরপাল্লার ট্রেনও। সোমবার থেকেই বাতিল হচ্ছে দূরপাল্লার একাধিক ট্রেন।
রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেল লাইনের নানাবিধ কাজের কারণে আজ মঙ্গলবার থেকে দক্ষিণ পূর্ব শাখার সাঁতরাগাছি, শালিমার রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস।
একইভাবে ১৯ তারিখ বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, ২১ তারিখ সাঁতরাগাছি-চেন্নাই এক্সপ্রেস, সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস এবং ২৩ তাৎিক চেন্নাই-সাঁতরাগাছি ও আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, আরও ভাল পরিষেবা এবং আরও বেশি করে যাত্রী সুরক্ষার স্বার্থেই এই ৬টি ট্রেন বাতিল করা হয়েছে।