Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Maheshtala

'মহেশতলার পরিস্থিতি খারাপ, মানুষের নিরাপত্তা দিতে হবে', দ্রুত শুনানির আর্জি শুভেন্দুর

সূত্রের খবর, আদালত মামলাটি গ্রহণ করেছে। আগামী সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সম্ভাবনা। 

'মহেশতলার পরিস্থিতি খারাপ, মানুষের নিরাপত্তা দিতে হবে', দ্রুত শুনানির আর্জি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 13 June 2025 07:53

দ্য ওয়াল ব্যুরো: মহেশতলার ঘটনায় (Maheshtala Incident) এনআইএ তদন্ত (NIA Investigation) চেয়ে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। এবার দ্রুত শুনানির আর্জি জানিয়ে শুক্রবার ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা।

আদালতে শুভেন্দুর আইনজীবীর দাবি, "মহেশতলার পরিস্থিতি খারাপ। মানুষের নিরাপত্তা দিতে হবে, সেই কারণেই দ্রুত শুনানি অর্জি।" সূত্রের খবর, আদালত মামলাটি গ্রহণ করেছে। আগামী সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সম্ভাবনা। 

দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার বিকেলের পর থেকে অশান্ত হয়ে ওঠে মহেশতলা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দোকান বসানোকে কেন্দ্র করে গোলমালের পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। তাতে জখম হয় একাধিক পুলিশ কর্মী। প্রায় গভীর রাত পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত ছিল। শুক্রবারও এলাকায় পুলিশি টহল চলছে।

এমন পরিস্থিতিতে মহেশতলায় যাওয়ার অনুমতি চেয়ে বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি এবং ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি দিয়েিলেন রাজ্যের বিরোধী দলনেতা। মহেশতলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। শুভেন্দুর অভিযোগ, পুলিশি গাফিলতিতেই এই ঘটনা। এনআইএ তদন্ত করালেই পুলিশি ব্যর্থতা সামনে আসবে। একই সঙ্গে মানুষের নিরাপত্তায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা।

এদিকে মহেশতলার অশান্তির ঘটনায় বৃহস্পতিবারই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মোট সাতটি মামলা দায়ের করে। গ্রেফতার করা হয় ৪০ জনকে। তবে বৃহস্পতিবার রাজ্য পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানান হয়, মহেশতলার পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে সেই এলাকার কিছু দূর থেকেই বিস্ফোরক সহ ৫ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। আর এই গ্রেফতারি নিয়েই আলাদা করে উত্তেজনা ছড়িয়েছে বাংলায়। শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

বুধবার রাত ৮টা নাগাদ বজবজ থানা অন্তর্গত এলাকা থেকে পুলিশ বিপুল পরিমাণে বিস্ফোরক (Explosive Metarials) গুঁড়ো উদ্ধার করে। এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নবীন চন্দ্র রায় নামের এক যুবক রয়েছেন ধৃতদের মধ্যে। জেরার সময় ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি আরএসএস এবং বিজেপির সক্রিয় (BJP Worker) কর্মী। পুলিশের দাবি, রামনবমীর দিন তিনিই বাটা মোড় এলাকায় উপস্থিত ছিলেন, যেখানে মিছিলের পথ এবং ব্যারিকেড নিয়ে ঝামেলা হয়েছিল। ভিডিও ফুটেজে তাঁকে পুলিশ ব্যারিকেড ছুড়তেও দেখা যায়।

এই খবর পাওয়া মাত্রই বিজেপিকে (BJP) বিঁধতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিস্ফোরক সহ ধরা পড়েছেন বিজেপি-আরএসএস কর্মী। বোঝাই যাচ্ছে, বিজেপি নেতারা কী কারণে ওই এলাকায় যেতে চাইছেন। কুৎসা রটানোর পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছে বিজেপি বলে দাবি তাঁর। কুণালের দাবি, বিজেপিই এমন ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।
 


ভিডিও স্টোরি