শেষ আপডেট: 14th December 2024 09:48
দ্য ওয়াল ব্যুরো: টালিগঞ্জের ভ্যাট থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলের তিনটি থানার পুলিশকে নিয়ে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করল পুলিশ।
সূত্রের খবর, এরপরই এক অভিযুক্তকে পাকড়াও করেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, অভিযুক্তর নাম আতিকুর লস্কর। শুক্রবার গল্ফগ্রিনের আবর্জনা স্তূপে পড়ে থাকা মহিলার কাটা মুন্ডুর পরিচয়ও জানতে পেরেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মৃত মহিলার নাম খাদিজা বিবি। তিনি মুড়াগাছা কালীতলা পারুল গ্রামের বাসিন্দা। মগরাহাটের রাধানগর গ্রামে তাঁর বিয়ে হয়েছিল। অভিযুক্ত আতিকুরের বাড়ি ওই মগরাহাটেই। কী কারণে তিনি ওই মহিলাকে খুন করলেন, সহযোগী হিসেবে আর কেউ ছিল কিনা তা জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা।
টালিগঞ্জের গ্রাহামস রোডে কেন্দ্রীয় সরকারি আবাসনের পাশে শুক্রবার সকালে ওই মুন্ডুটি দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। গল্ফগ্রিন থানা আধিকারিকরা পৌঁছে সেটি উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে পাঠান। পরে তদন্তে নেমে গল্পগ্রিন, নেতাজিনগর ও রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকদের নিয়ে সিট গঠন করে জেলা পুলিশ।
এলাকার সিসিটিভি ফুটেজ সহ বেশ কিছু তথ্যর ভিত্তিতে পুলিশ মগরাহাটে যায়। এরপরই সূত্র মারফৎ আতিকুর লস্করের নাম জানতে পারেন তদন্তকারীরা। অভিযুক্তর সঙ্গে মৃত ব্যক্তির কী সম্পর্ক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।