শিলিগুড়ি-গ্যাংটক ১০ নম্বর জাতীয় সড়কে ধস। ফাইল ছবি।
শেষ আপডেট: 29th June 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা ছিলই। ভারী বৃষ্টিপাতের জেরে আবার ধস নামল শিলিগুড়ি-গ্যাংটক ১০ নম্বর জাতীয় সড়কে। শনিবার সকাল থেকে লিখুভিড় এবং ২৮ মাইলের পর থেকে সেবকের করোনেশন সেতু পর্যন্ত ধস নেমেছে।
যার জেরে সংশ্লিষ্ট জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ। বন্ধ হয়ে গেছে যান চলাচল। জাতীয় সড়কের দু'দিকে আটকে রয়েছে প্রচুর গাড়ি। খবর পেয়ে এদিন থেকেই ফের জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু করেছে প্রশাসন।
এই নিয়ে গত এক মাসে একাধিকবার ধস নামল সংশ্লিষ্ট জাতীয় সড়কে। স্থানীয় সূত্রের খবর, এবারে ধস অনেকটা এলাকাজুড়ে হয়েছে। ফলে রাস্তা সংস্কার করতে সময়ও লাগবে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, "এর আগে ধস নামলেও ঘণ্টা কয়েকের মধ্যে রাস্তা সংস্কার করা সম্ভব হয়েছে। এবার একাধিক এলাকায় ধস নেমেছে। তার ওপর ভারী বৃষ্টিপাত চলছে। ফলে ধস সরিয়ে রাস্তা সংস্কার করতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে।"
এবারে বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গে নাগাড়ে বৃ্ষ্টি হচ্ছে। শুক্রবার রাত থেকে ফের নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। আটকে পড়া গাড়িগুলিকে লাভা গোরুবাথান রুট হয়ে চলাচল করানো হচ্ছে।