শেষ আপডেট: 26th December 2021 03:46
দ্য ওয়াল ব্যুরো: ছাঙ্গু লেকে বেড়াতে গিয়ে বিপত্তি। তুষারপাতের জেরে আটকে পড়লেন শয়ে শয়ে পর্যটক। সেনাবাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় তাঁদের উদ্ধার করা গেছে। পূর্ব সিকিমের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ছাঙ্গুলেক। প্রায়ই সেখানে বরফ পড়ে। শনিবার বিকেলে সেই বরফ দেখতে ছাঙ্গুতে যাঁরা গিয়েছিলেন তাঁরা আটকে পড়েন। আবহাওয়া খারাপ থাকার কারণে আরও উঁচুতে নাথুলা পাস বন্ধ করে দেওয়া হয়। যার ফলে বরফ দেখতে ছাঙ্গুতে ভিড় করেন পর্যটকেরা। কিন্তু সেখানেও পরিস্থিতি খারাপ হয়ে আসে। প্রায় ৪০০ জন পর্যটক ছাঙ্গুতে আটকে পড়েছিলেন বলে খবর। বিকেল থেকেই আটকে পড়া ওই পর্যটকদের উদ্ধার করার কাজ শুরু করে সেনাবাহিনী। উদ্ধারকার্য শেষ হতে রাত হয়ে আসে। আপাতত সকুলকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে খবর। তাঁদের সেনা ছাউনিতে রাখা হয়েছে। তুষারপাতে নেটওয়ার্কও খারাপ হয়ে গেছে। ফলে ছাঙ্গুর ওই এলাকার সঙ্গে যোগাযোগ করতে পারছে না সিকিমের মূল শহরাঞ্চল। এখনও পর্যন্ত কোনও পর্যটকের অসুস্থতার খবর পাওয়া যায়নি। এদিকে সান্দাকফুতেও বরফ পড়েছে। পাতলা তুষারের চাদরে ঢাকা পড়েছে সান্দাকফু। সূত্রের খবর এদিন ছাঙ্গুতে ভিড় করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন পর্যটকরা। কিন্তু বেলা বাড়তেই আবহাওয়া খারাপ হয়ে আসে। কিছু গাড়ি বেরোতে পারলেও রাস্তায় বরফ পড়ে আটকে যায় বেশিরভাগ গাড়ি। পাহাড়ি খাদের ধারেই সারে সারে দাঁড়িয়ে থাকে তারা। বিপাকে পড়েন পর্যটকরা। তারপরেই সেনাবাহিনীর তরফে উদ্ধারকাজ শুরু করা হয় বলে খবর।