শেষ আপডেট: 24th April 2020 11:33
দ্য ওয়াল ব্যুরো: দেশের একমাত্র রাজ্য যেখানে এখনও পর্যন্ত একজনের শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েনি। সেই করোনাহীন সিকিম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অক্টোবর পর্যন্ত পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল। সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ বলেছেন, রাজ্যের সাত লক্ষ মানুষকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল ৩০ জানুয়ারি। চিনের উহান থেকে ফেরা কেরলের এক ছাত্র কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। সিকিমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওইদিন থেকেই সিকিমে শুরু হয়েছিল সতর্কতামূলক পদক্ষেপ। ফেব্রুয়ারির গোড়া থেকেই শুরু হয় অ্যাকটিভ স্ক্রিনিং। ৫ মার্চ বিদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করে সিকিম সরকার। ১৭ মার্চ দেশীয় পর্যটকদেরও ঢোকা বন্ধ করে দেয় পর্যটনের উপর নির্ভরশীল রাজ্যটি। সিল করে দেওয়া হয় রাজ্যের সমস্ত সীমানা। এখনও পর্যন্ত ৬ লক্ষ মানুষের অ্যাকটিভ স্ক্রিনিং হয়েছে। ৮১ জনের লালারসের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। রাজ্যপাল জানিয়েছেন সিকিম সরকার যে পদক্ষেপ নিয়েছে তা প্রশংসনীয়। তিনি আরও বলেছেন, যে ভিনরাজ্যের শ্রমিকরা সিকিমে আটকে আছেন লকডাউন উঠলে তাঁদের ফেরানোর ব্যবস্থা করবে সরকার। ততদিন পর্যন্ত খাবার বা অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রীর যোগান দেওয়া হবে। তাঁদের টাকাও দেওয়া হবে বলে জানিয়েছেন গঙ্গা প্রসাদ। তিনি আরও বলেন, সিকিমের বেশ কিছু ছাত্রছাত্রী চিনে পড়তে গিয়েছিলেন। তাঁরা ফিরে আসেন জানুয়ারির গোড়াতেই। তাঁদের রাখাটা হয় সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে। তাঁদের কারও শরীরে কোভিড-১৯ পজিটিভ মেলেনি। সিকিমের অর্থনীতি মূলত পর্যটনের উপর নির্ভরশীল। অক্টোবর পর্যন্ত তা বন্ধ রাখলে বিপুল ক্ষতি হবে মেনে নিয়েও সিকিম সরকারের দৃঢ় অবস্থান, আগে মানুষের জীবন। তারপর বাকি সব।