শেষ আপডেট: 16th September 2024 16:46
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। বিচারের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই আবহেই এবার আন্দোলনরত ডাক্তারদের বিঁধলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
পাঁচ দফা দাবি-সহ তিন স্বাস্থ্য কর্তার পদত্যাগের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সমাধান চেয়ে বৈঠক করতে চেয়েও স্রেফ লাইভ স্টিমিং এবং ভিডিও রেকর্ডিং-এর কারণে তা ভেস্তে গেছে। সুপ্রিম কোর্টও ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিয়েছে। কিন্তু তবুও নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা।
সোমবার দুপুরে বহরমপুর সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, 'ডাক্তারদের লাইভ স্ট্রিমিং করাটা ভণ্ডামি ও বাড়াবাড়ি। এদের পিছনে কোনও পলিটিক্যাল শক্তি আছে। ডাক্তাররা আবার রাজনীতি করে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই? যখন মাইনে পান তখন বিশ্বাস হয়। যখন পদোন্নতি চান তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে বিশ্বাস হয়। এটা কোন দ্বিচারিতা। যারা করছেন তাঁরা অন্যায় করছেন। তারা ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এই ধৈর্যের পরীক্ষা নেবেন না। তারা চাইছে পাবলিকের সঙ্গে ঝগড়া হোক'।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন, কাজে না ফিরলে আইনানুগ ব্যবস্থা নিতে পারে সরকার। যদিও ভাই-বোন সম্বোধনে মুখ্যমন্ত্রী ডাক্তারদের উদ্দেশে বলেছেন, সরকার কোনও ব্যবস্থা নেবে না। কিন্তু তাঁরা যেন মুক্ত আলোচনার মাধ্যমে তাঁর সঙ্গে বৈঠক করেন। কিন্তু এখনও নিজেদের দাবিতে অনড় ডাক্তাররা।
আজ ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল পাঁচটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয়েছে তাঁদের। এদিন সকালে রাজ্যের তরফে ই-মেল এসে পৌঁছেছে জুনিয়র ডাক্তারদের কাছে। তাতে লেখা আছে, এটাই পঞ্চম ও শেষবারের মতো ডাকা হচ্ছে আলোচনায়।
কিন্তু এই বৈঠকও অনিশ্চিত। জুনিয়র ডাক্তাররা মেল করে জানিয়ে দিলেন, শনিবার রাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে পুরোপুরি পাল্টে গেছে পরিস্থিতি। ফলে দু'তরফের আলাদা করে ভিডিও করা দরকার।
যদি রাজ্যের তরফে ভিডিও করা হয়, তাহলে বৈঠক শেষের পরেই সেই ভিডিওর কপি তুলে দিতে হবে তাঁদের হাতে। নয়তো রেকর্ড করতে দিতে হবে মিটিংয়ের মিনিটসের সই, জানিয়ে দিয়েছেন ডাক্তাররা।