শেষ আপডেট: 7th February 2022 08:31
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের চোখ ধাঁধানো নতুন কালেকশন
দ্য ওয়াল ব্যুরো: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালোবাসা দিবস। পরস্পরের প্রতি ভালোবাসা আর অনুরাগের মাধ্যমে সারা পৃথিবী জুড়ে উদযাপন করা হয় এই দিন। এই বিশেষ দিনটিতে ভালোবাসার মানুষের হাতে বিশেষ উপহার তুলে দিতে কে না চায়! নবীন থেকে প্রবীণ, সব প্রজন্মের কাপলদের মধ্যে চলে উপহার দেওয়া নেওয়ার পালা।ভালোবাসার এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স সম্প্রতি লঞ্চ করল তাঁদের নতুন লাইট ওয়েট গয়নার কালেকশন। উদ্বোধন করলেন টলিউড অভিনেত্রী তথা প্রযোজক এনা সাহা। আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন সংস্থার দুই কর্ণধার- ডিরেক্টর রূপক সাহা এবং মিসেস অর্পিতা সাহা।
কথা প্রসঙ্গে সংস্থার কর্ণধার রূপক সাহা জানালেন, 'ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এখনও আমাদের বিবাহ কালেকশনের ওপর ছাড় চলছে। সোনা ও রুপোর মেকিং চার্জে আপ টু ৪০% ছাড় মিলবে। সেই সঙ্গে রয়েছে প্রতি কেনাকাটার উপর নিশ্চিত উপহার। এছাড়াও লাকি ড্র এর মাধ্যমে নবদম্পতির জন্য থাকছে পাঁচদিনের আবুধাবি ও দুবাই মধুচন্দ্রিমার চমকপ্রদ প্যাকেজও। নবদম্পতিকে তাঁদের নতুন সংসারের জন্য হোম অ্যাপ্লায়েন্স গিফট হ্যামপার দেওয়া হবে। এছাড়াও থাকছে আরও আকর্ষণীয় অফার।' শ্যামসুন্দরের প্রতিটি আউটলেটে এই অফার চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সংস্থার অন্যতম কর্ণধার অর্পিতা সাহা জানালেন, সদ্য লঞ্চ করা লাইট ওয়েট কালেকশনের এই রেঞ্জে আছে আংটি, কানের দুল, গলার পেন্ডেন্ট ইত্যাদি। দামের রেঞ্জ মধ্যবিত্তের নাগালের মধ্যেই, মোটামুটি ১০ -৩০ হাজার টাকা পর্যন্ত। তবে আর দেরি কেন? আজই একবার ঢুঁ মারুন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের নিকটবর্তী শোরুমে, আর প্রিয়জনের জন্য চটপট কিনে ফেলুন মনের মতো উপহার।