Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
অসমে উচ্ছেদ অভিযানে পুলিশের গুলিতে মৃত ১, জখম বহুনিজের হাতে বাইক বানিয়েছিলাম, একবার চালাতেই বাবা সেটা লেকে ডুবিয়ে দিল: সলমন খানইরাকের হাইপার মার্কেটে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৬০, নিখোঁজ ১১৩ জনের ডিএনএ নিয়ে তৈরি ভ্রূণ, জন্ম ৮ সুস্থ শিশুর! আইভিএফ চিকিৎসায় বড় মাইলফলক গড়ল ব্রিটেনস্কুলে টিফিন খাওয়ার সময় হার্ট অ্যাটাকে মৃত ৯ বছরের মেয়ে! কেন এমন হয়, জানালেন ডাঃ দিলীপ কুমারসরকারি জমি দখল হলেই এবার বুলডোজার চলবে! কড়া নির্দেশ জেলাশাসকের, মালদহে শোরগোল‘মৃত দাম্পত্য’কে টেনে বেড়ানো শুধু যন্ত্রণাই বাড়ায়: সুপ্রিম কোর্টচোর সন্দেহে গণপিটুনি, মৃত যুবক! শরীরের ৪০টি হাড় ভেঙে চুরমার, সিসিটিভি দেখে গ্রেফতার একাধিকময়মনসিংহে যে বাড়ি ভাঙা হচ্ছে তা সত্যজিৎ রায়ের নয়! দাবি করল বাংলাদেশWorld Emoji Day: ইমোজির ভুল প্রয়োগে ভেস্তে যাচ্ছে প্রেম! টিন্ডারের রিপোর্ট নিয়ে হইচই নেটপাড়ায়
Shuvendu attends Ram Mandir Bhoomi Pujan

রাতের মধ্যে বাংলা দখলের ডাক শুভেন্দুর, যোগ দিলেন নন্দীগ্রামে রামমন্দিরের ভূমিপূজনে

দলীয় কর্মীদের সঙ্গে বাইকে চড়ে শুভেন্দু পৌঁছান সোনাচূড়া মন্দিরে।

রাতের মধ্যে বাংলা দখলের ডাক শুভেন্দুর, যোগ দিলেন নন্দীগ্রামে রামমন্দিরের ভূমিপূজনে

ছবি সৌজন্যে- শুভেন্দু অধিকারী (ফেসবুক)

শেষ আপডেট: 6 April 2025 06:44

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর পুণ্যতিথিতে নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমিপূজন অনুষ্ঠান হল রবিবার। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকাল থেকেই বড় বড় রামের কাটআউট লাগানো শুরু হয় ওই এলাকায়। দলীয় কর্মীদের সঙ্গে বাইকে চড়ে শুভেন্দু পৌঁছান সোনাচূড়া মন্দিরে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ রাতের মধ্যেই বাংলা দখলের ডাক দেন তিনি। বলেন, 'হরে কৃষ্ণ-হরে রাম আওয়াজ বাংলা থেকেই উঠেছিল। রাম আস্থার প্রতীক, ভারতবর্ষের আত্মার প্রতীক। এ তো সবে সকাল দশটা! রাত দশটার মধ্যে দখল হয়ে যাবে বাংলা।' 

নন্দীগ্রামে রামমন্দির নির্মাণ নিয়ে তিনি বলেন, 'আমি জায়গা সংগ্রহ করেছি, বাকিটা লাগবে না, এমনিই উঠে যাবে। মন্দির করার জন্য লোক তৈরি। ১০টা লোক আসবে মন্দির তৈরি করে চলে যাবেন।' 

পরে সত্যিকারের বাংলা দখল প্রসঙ্গও তোলেন বিরোধী দলনেতা। মনে করিয়ে দেন, ২১টা রাজ্যে বিজেপি আছে, দিল্লি দখল হয়েছে, বাংলাও হবে।

এদিন সকালে সোনাচূড়ায় যাওয়ার আগে শোভাযাত্রা করেন তিনি। তাতে যোগ দেন বিজেপি কর্মী-সমর্থকরা। 

এদিকে রবিবার সাতসকালে বুলেট বাইক নিয়ে মেদিনীপুরের রাস্তায় শোভাযাত্রা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিল প্রায় ৫০০ বাইক। অন্যদিকে, স্কুটিতে শোভাযাত্রায় অংশ নেন লকেট চট্টোপাধ্যায়। 


ভিডিও স্টোরি