শেষ আপডেট: 21st August 2022 14:06
দ্য ওয়াল ব্যুরো: এক মহিলাকে (Woman) হেনস্থা ও নিগ্রহের (Abuse and assault) অভিযোগে আগেই পুলিশের হাতে আটক হয়েছিল স্বঘোষিত (Self Proclaimed) বিজেপি নেতা (BJP Leader) শ্রীকান্ত ত্যাগী (Shrikant Tyagi)। রবিবার তার সমর্থনে নয়ডায় বিশাল মিছিল (rally) বের করল উত্তরপ্রদেশের ত্যাগী সম্প্রদায়ের লোকজন।
রবিবার সকাল ১০টা নাগাদ গেজা গ্রামের রামলীলা ময়দানে ত্যাগীর সমর্থনে মিছিল বের করে তার দলের ১০০-র বেশি লোকজন। উত্তরপ্রদেশে পশ্চিমাঞ্চলের গাজিয়াবাদ, মুজফফরনগর, বুলন্দশহর ইত্যাদি জায়গা থেকে অজস্র লোক হাজির হয় সেই মিছিলে।
https://twitter.com/ANINewsUP/status/1561207067968319488?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1561207067968319488%7Ctwgr%5E24e64d2749176c7983e7186bb374222b6e346bc2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fnews%2Findia%2Fshrikant-tyagi-case-community-rallies-behind-in-support-of-self-proclaimed-politician-holds-mahapanchayat-in-noida-2022-08-21-801719
মহিলাকে নিগ্রহ ইস্যুতে স্থানীয় বিজেপি নেতা মহেশ শর্মার অবস্থান নিয়ে এদিন প্রতিবাদ করে ত্যাগী সম্প্রদায়ের লোকজন। ক্যামেরায় সামনে এক মহিলাকে শ্রীকান্তের নিগ্রহের ভিডিও প্রকাশ্যে আসার পর গৌতম বুদ্ধ নগরের সাংসদ মহেশ বলেন, শ্রীকান্ত তাঁদের দলের কেউ নয়। সেই মন্তব্যে স্বভাবতই খুশি হয়নি ত্যাগীর দলের লোকজন। যদিও পরে এমন কোনও মন্তব্য করার কথা অস্বীকার করেন মহেশ।
ত্যাগী সম্প্রদায়ের লোকজনের দাবি, শ্রীকান্তের কাজের জন্য তার শাস্তি হওয়া উচিত ঠিকই, কিন্তু তার স্ত্রী এবং কাকিমাকে এই নিয়ে থানায় ডেকে নিয়ে যাওয়া অত্যন্ত অন্যায়। রাষ্ট্রীয় লোক দলের সাধারণ সম্পাদক ত্রিলোক ত্যাগী জানান, পুলিশ শ্রীকান্তের কাকিমাকে জিপে করে ৪ দিন ধরে পশ্চিম উত্তরপ্রদেশের ঘুরে বেড়ায়। এই ঘটনাকে অমানবিক বলে বর্ণনা করেছেন তিনি। আরও ৬ জনের বিরুদ্ধে এদিন মামলা তুলে নেওয়ার দাবি জানায় প্রতিবাদীরা। তারা জানায়, রাজনৈতিক চাপে পড়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ওই ৬ জনকে।
প্রসঙ্গত, একটি আবাসনে গাছ লাগানোকে কেন্দ্র করে এক মহিলাকে নিগ্রহ করে অভিযুক্ত শ্রীকান্ত। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই বিতর্ক সৃষ্টি হয়। নেটপাড়ায় শ্রীকান্তকে গ্রেফতারের দাবি ওঠে। বেশ কয়েকদিন পলাতক থাকার পর অবশেষে মিরাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জেলেই রয়েছে সে।
নয়ডার ‘নিখোঁজ’ বিজেপি নেতা শ্রীকান্ত গ্রেফতার! মহিলার সঙ্গে দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল