শেষ আপডেট: 26th February 2022 18:17
দ্য ওয়াল ব্যুরো: দারুণ জয় ভারতীয় (India) দলের। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ের পরে এবার শ্রীলঙ্কা (Srilanka) দলকেও হারাল তারা। এক ম্যাচ বাকি থাকতেই টি ২০ সিরিজও সাত উইকেটে জিতে নিল রোহিত শর্মার দল। ধরমশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৪ রানের বড় রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দলের অধিনায়ক রোহিত শর্মাকে মাত্র ১ রানে হারিয়েছিল দল। দুস্মন্ত চামিরার বলে বোল্ড হন রোহিত। রোহিতকে হারালেও দলের জয় পেতে সমস্যা হয়নি। ৪৪ বলে ৭৪ রানে অপরাজিত ইনিংস খেলেছেন শ্রেয়স আইয়ার। তাঁকে যোগ্য সঙ্গত দেন রবীন্দ্র জাদেজা, তিনি করেছেন ২৫ বলে ৪৫ রান। শ্রীলঙ্কার তরফে দাসুন শানাকা (১৯ বলে ৪৭ রান) এবং ওপেনার পাথুম নিসঙ্কা (৫৩ বলে ৭৫ রান) দুর্দান্ত ইনিংস খেলে নির্ধারিত ২০ ওভারে দলকে ১৮৩ রানের তুলতে সাহায্য করেন। https://twitter.com/BCCI/status/1497624083869040641 ভারতীয় ব্যাটিং ইনিংসে প্রথমে রোহিত এবং পাওয়ার প্লের মধ্যেই আরেক ওপেনার ইশান কিশানককে (১৫ বলে ১৬ রান) হারিয়ে খানিকটা চাপেই পড়ে যায় দল। তবে ভারতের হয়ে হাল ধরেন শ্রেয়স আইয়ার। টসে জিতে এদিন ফিল্ডিং নেয় ভারত। শুরুটা কিন্তু যথেষ্ট ভাল করেছিল শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে ওঠে ৬৭ রান। কিন্তু নিশাঙ্কা (৭৫) ও গুণতিলকার (৩৮) ওপেনিংয়ে ভাল শুরুর রেশ পরের দিকে ততটা ছিল না থাকেনি। কিন্তু সনকা ৪৭ রান করেন ১৯ বলে। তাঁর ঝোড়ো ইনিংসে শ্রীলঙ্কা পৌঁছে যায় ১৮৩ রানে। ১৬ রান করে ফেরেন ঈশান কিষান। কিন্তু শ্রেয়স আইয়ার ও সঞ্জু স্যামসনের জুটি এরপর ম্যাচের হাল ধরে। পরে সঞ্জু ফিরতেই শ্রেয়সকে যোগ্য সঙ্গত দেন ‘স্যার’ জাদেজা। ৭টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর অপরাজিত ৪৫ রানের ইনিংসটি। শ্রেয়স যেন আরও ভয়ঙ্কর ছিলেন শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে। শ্রেয়স মারেন ছয়টি চার ও চারটি ছক্কা।