শেষ আপডেট: 27th February 2022 17:52
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের এটি পুরনো প্রচলিত নিয়ম। বিদেশের মাঠে হেরে আসার পরে দেশের মাঠে কমজোরি দলের সঙ্গে খেলে বিজয়কেতন ওড়ানো। যে সমর্থকরা হতাশ হয়েছিলেন, তাঁদের মধ্যে ফের প্রাণসঞ্চার হবে। আর আগের স্মৃতিগুলি ঝাপসা হয়ে গিয়ে ফের জাতীয় দল নিয়ে উন্মাদনা সৃষ্টি হবে। সেই নিয়ম এখনও চলছে। দক্ষিণ আফ্রিকায় হেরে আসার পরে দেশের মাঠে প্রথমে ক্যারিবিয়ানদের হারানো। তারপর শ্রীলঙ্কাকে পর্যুদস্ত করে টি ২০ সিরিজ হাতের মুঠোয় নেওয়া। তাও সামান্যতম প্রতিরোধটুকু গড়তে পারল না বিপক্ষ দল। গতদিন জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল রোহিত শর্মার দল। রবিবার ফের শেষ ম্যাচে হারিয়ে নটে গাছটিকে মুড়ে দিলেন ভারতীয় ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিনটিতেই হাফ সেঞ্চুরি করে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ম্যাচের সেরা, সিরিজেরও। দলও জিতে গিয়েছে ছয় উইকেটে, ১৯ বল বাকি থাকতেই। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজের দাপটে ২৯ রানে চার উইকেট হারায় অতিথি দল। জোড়া উইকেট তুলে নেন আবেশ। https://twitter.com/BCCI/status/1497983023957958659 ছয় নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়কোচিত ব্যাটিং করে শেষে মান বাঁচান সনকা। একাই দলকে খাদের মুখ থেকে বের করে প্রায় ১৫০ রানের কাছাকাছি পৌঁছে দেন। ৩৮ বলে অপরাজিত ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। ৫ উইকেটে ১৪৬ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। সনকাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫৭ রানে অপরাজিত ছিলেন শ্রেয়স। দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ৭৪ রান। আর এদিন ৭৩ রানে নটআউট থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। শ্রেয়স মারেন নয়টি চার ও একটি ছক্কা। বাকি তিন ব্যাটসম্যানের ব্যর্থতা একাই পুষিয়ে দিয়েছেন কেকেআর দলনেতা। রবিবার রোহিত দল নিয়ে পরীক্ষা করেছেন, তিনি মোট আটজন বোলার নিয়ে খেলতে নেমেছিলেন। ব্যাটার কম রেখে বিপক্ষকে চাপে রাখার কৌশল নিয়েছিলেন, সেই কাজে সফল। এদিন আবার ওপেনিংয়ে রোহিতের (৫) সঙ্গে গিয়েছিলেন সঞ্জু স্যামসন (১৮), তাঁরা সফল না হলেও শ্রেয়স বুঝিয়ে গিয়েছেন তাঁর ব্যাটে দল সুরক্ষিত।