শেষ আপডেট: 1st December 2023 14:52
দ্য ওয়াল ব্যুরো: বচসার মধ্যে প্রেমিকার উপর গুলি চালানোর অভিযোগ উঠল মধ্যবয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। আপাতত প্রাণে বেঁচে গেলেও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই তরুণী। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে ক্যানিংয়ের মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা মিঠাখালিতে। ধৃত ব্যক্তির কাছে কীভাবে বন্দুক এল, কেনই বা সে গুলি চালাল,খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়ার জেরেই এই গুলির ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ব্যক্তির নাম ভোলা প্রসাদ। তিনি এলাকায় বেশ প্রভাবশালী বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোলার স্ত্রী-সন্তান রয়েছে। ওই তরুণীর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। বয়সের ফারাক থাকলেও স্বামী-স্ত্রীর মতো থাকতেন তাঁরা।
তরুণীর আত্মীয়রা জানিয়েছেন, ভোলার সঙ্গে থাকতেন তাঁর শ্যালিকা। তাদের বিয়ে হয়নি। বৃহস্পতিবার দুজনের মধ্যে বচসা হয়। তাঁর অভিযোগ, ওই সময় গুলি চালায় ভোলা। তাতেই পেটে গুলি লাগে ওই তরুণীর। হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে এসছিল ভোলা প্রসাদ। সেখানে অবস্থার অবনতি হলে তরুণীকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ওই তরুণীর অস্ত্রোপচার হয়েছে। পুলিশ ঘটনার কথা জানতে পেরে অভিযুক্তকে গ্রেফতার করেছে।