শেষ আপডেট: 8th March 2025 22:20
দ্য ওয়াল ব্যুরো: টেক্সম্যাকো ৪ নম্বর রেলগেটের কাছে ভর সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর শুটআউট। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন তৃণমূল কর্মী বিকাশ সিং এবং আরও একজন। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই গুলি চলে ওই এলাকায়। ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। তবে সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, বিকাশ সিং ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের সন্ধানে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা আচমকাই বাইকে করে আসে এবং গুলি চালাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল কর্মী বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন দলের আরও এক কর্মী। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, এটাই প্রথম নয়, এর আগেও তৃণমূল কর্মী বিকাশ সিংয়ের উপর হামলার ঘটনা ঘটেছে। ফলে বারবার এই ঘটনার পিছনে রাজনৈতিক বিরোধকেই দায়ী করা হচ্ছে।