শেষ আপডেট: 13th June 2021 10:16
দ্য ওয়াল ব্যুরো: বেহালার মুচিপাড়া এলাকায় ভরদুপুরে প্রকাশ্যে চলল গুলি! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পুলিশের সামনেই দুষ্কৃতীরা আরও গুলি চালায় বলে অভিযোগ। মোট তিন রাউন্ড গুলি চলে পরপর। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে বেহালার মুচিপাড়ার জনবহুল এলাকায় হঠাৎই বাইকে করে আসে দুষ্কৃতীরা। প্রথমে পরপর দু'রাউন্ড গুলি চালায় তারা। বাঁশ-লাঠি নিয়েও স্থানীয়দের মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, পুলিশের সামনেও এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তারপর বাইকে চম্পট দেয় তারা। কাউকে ধরা যায়নি। দিনেদুপুরে জনবহুল এলাকায় এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার রাতেও গুলি চলেছিল মুচিপাড়ায়। অভিযোগ, একদল দুষ্কৃতী রাত দেড়টা নাগাদ এলাকার এক বাসিন্দার বাড়ির দরজায় ধাক্কা দেয়। বাড়ির সামনে রাখা অ্যাম্বুল্যান্সে ভাঙচুর করে। বেহালা থানায় খবর দেন বাসিন্দারা। তবে পুলিশ আসার আগেই ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা। কয়েকঘণ্টার মধ্যেই ফের গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।