শেষ আপডেট: 10th September 2021 03:51
দ্য ওয়াল ব্যুরোঃ মাঝরাতে বাড়ির ভিতর ঢুকে শ্যুটআউট (Shootout)। তাও আবার খাস কলকাতায় (Kolkata)। বৃহস্পতিবার এক যুবককে লক্ষ্য করে পর পর গুলি চলল বাঁশদ্রোনীর আবাসনে। আহত যুবক এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর। মইদুল ইসলামের বাড়িতে পুলিশ, সারা রাত উৎকণ্ঠায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোনীর সোনালী পার্কে। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। কারণ ওই বাড়ির গৃহকর্তা একজন প্রোমোটার। তিনি জানিয়েছেন বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ নাগাদ আচমকা তাঁর বাড়িতে চড়াও হয় এক দল দুষ্কৃতী। সেসময় তাঁর বাড়িতে ছিলেন এক যুবক। তাঁকে লক্ষ্য করেই পর পর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। যুবকের হাতে গুলি লেগেছে বলে খবর। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন। গোটা ঘটনায় স্থানীয় দুষ্কৃতী নান্টির দিকে অভিযোগের আঙুল তুলেছেন গৃহকর্তা। তাঁর ছেলেই সাঙ্গপাঙ্গ নিয়ে রাতে তাঁর আড়িতে চড়াও হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এমন ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'