শেষ আপডেট: 17th September 2024 22:47
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিনের ব্যবধানে ফের গুলি চলল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। অভিযোগ, এলাকার দখলকে কেন্দ্র করে এদিন পুরসভা ৪ নং ওয়ার্ডের কারবালার কাছে গুলি চলে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সূত্রের খবর, গুলি কাণ্ডে টিটাগড় পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনাম খানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকার দখল নিয়ে পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনাম খান বনাম ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু সিংয়ের গোষ্ঠীর লোকজনের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। দু'পক্ষের সংঘর্ষে মাঝেমধ্যেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, এদিন সন্ধেই ৪ নং ওয়ার্ডের কারবালার কাছে তৃণমূল কাউন্সিলর বিষ্ণু সিংয়ের শাগরেদ মিঠুন ওরফে তামামকে লক্ষ্য করে গুলি চালায় ইনাম। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়।
সূত্রের দাবি, এরপরই তণমূল কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। তবে এ ব্যাপারে শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
কয়েকদিন আগে এই টিটাগড়েই গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল, মহম্মদ হাসান নামে এক যুবকের। ফের গুলির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।