শেষ আপডেট: 11th September 2023 09:28
দ্য ওয়াল ব্যুরো: ‘বৃষ্টিই বাঁচিয়ে দিল (পাকিস্তানকে)।‘ স্বদেশের অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) সরাসরি এভাবেই কটাক্ষ করলেন (Shoaib Akhtar taunted Babar Azam) প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)।
এশিয়া কাপ ২০২৩-এর সুপার চার পর্যায়ের ম্যাচে ভারত-পাকিস্তানের পূর্ব নির্ধারিত ৩৪ ওভারের খেলা যখন ২৪.১ ওভার পেরিয়েছে তখনই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। ভারতের রান তখন ২ উইকেটে ১৪৭। রোহিত শর্মা (৫৬) ও শুভমন গিল (৫৮) ভারতের দুই ওপেনার অর্ধশত রান করে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ক্রিজে ছিলেন বিরাট কোহলি (৮) ও কে এল রাহুল (১৭)।
খেলার আগেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন টসে জিতলে প্রথমে ফিল্ডিং নেওয়াটাই হবে সঠিক সিদ্ধান্ত। ফলে প্রত্যাশা মতোই টসে জিতে বাবর আজম রোহিতদের ব্যাট করতে পাঠান। কিন্তু ভারতীয় ওপেনাররা বাইশ গজে রীতিমত শাসন করতে থাকেন পাক পেসারদের। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তকে ‘সঠিক’ বলেও পাক বোলাদের ব্যর্থতাকেই চাঁদমারি করলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে পাকিস্তানের প্রাক্তন পেসার বলেন, ‘আমি এই ম্যাচ দেখার জন্যই এসেছি, ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ফ্যানেরা এই ম্যাচটি দেখার অপেক্ষায় ছিল। (সৌভাগ্যের বিষয়) বৃষ্টি আমাদের রক্ষা করেছে, যেভাবে অন্যদিনগুলিতে ভারতকে রক্ষা করেছে। কিন্তু আজ বৃষ্টিই আমাদের পরিত্রাতা।‘