শেষ আপডেট: 16th April 2023 18:07
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের একটা ম্যাচের রং বদল করে দিলেন সিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। এই ক্যারিবীয় তারকা একাই প্রায় রাজস্থানকে (Rajasthan) জিতিয়ে দিলেন আমদাবাদের মাঠে। হার্দিক পান্ডিয়ার গুজরাতের (Gujarat) হার রুদ্ধশ্বাস ম্যাচে। হেটমায়ার করলেন ২৬ বলে ম্যাচ জেতানো ৫৬ রান।
এই ম্যাচে রাজস্থান টসে জিতে বিপক্ষ দল গতবারের চ্যাম্পিয়ন গুজরাতকে ব্যাটিং করতে পাঠায়। হার্দিকের দল ২০ ওভারে তুলেছিল ১৭৭/৭। জবাবে হেটমায়ার তাণ্ডবে মরুশহরের দল জিতে যায় তিন উইকেটে, চার বল বাকি থাকতেই। রাজস্থান জিতে তালিকার শীর্ষে চলে গেল। তারা এবার দুরন্ত খেলছে।
এই ম্যাচে হেটমায়ার জিতিয়ে অসাধ্যসাধন করেছেন, তাঁর ৫৬ রানের ইনিংসে রয়েছে পাঁচটি ছক্কা ও দুটি চার। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন তিন বলে ১০ রান করে জয়ের হাসিতে মাতলেন। অশ্বিনের ইনিংসে রয়েছে একটি ছয় ও একটি চার।
গতবারের ফাইনালিস্ট দল নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে। রাজস্থানের দলনেতা সঞ্জু স্যামসনও ৬০ রানের ইনিংসে জয়ের ভিত গড়েছেন। স্যামসন মেরেছেন ছয়টি ওভার বাউন্ডারি ও তিনটি চার। তিনি ৩২ বলে এই ইনিংস খেলেছেন। বিপক্ষ দলের বোলারদের বেদম মেরেছেন রাজস্থান অধিনায়ক। শেষে আরও মারেন ক্যারিবিয়ান হেটমায়ারও।
গুজরাত ইনিংসে শুভমান গিল করেছেন ৪৫ রান। তাঁর ৩৪ বলের ইনিংসে রয়েছে ৪টি চার এবং ১টি ছয়। তিন নম্বরে নামা সাই সুদর্শনের ব্যাট থেকে এল ১৯ বলে ২০ রান। বড় রান পেলেন না হার্দিকও। ২৮ রানের ইনিংসে রয়েছে ৩টি চার এবং ১টি ছয়।
গুজরাতকে লড়াই করার পথ দেখান ডেভিড মিলার। পাঁচ নম্বরে নেমে ৩০ বলে ৪৬ রান করেছেন। ইনিংসে রয়েছে ৩টি চার এবং ২টি ছক্কা। রাজস্থানের সফল বোলার সন্দীপ শর্মা। তিনি ২৫ রান দিয়ে ২ উইকেট নিলেন।
গুজরাত দলের সফল বোলার মহম্মদ শামি, তিন উইকেট নিয়েছেন। পাশাপাশি স্পিনার রশিদ খান নেন দুই উইকেট।
সৌরভ কি সরে যাবেন দিল্লির ডিরেক্টর পদ থেকে! পন্টিংয়ের কোচের পদও টলমল