শেষ আপডেট: 3rd January 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া খুললেই বরফে ঢাকা ডাল লেকের ছবি-ভিডিও। কেউ চিল্লাই কালানের দিন গুনছে তো কেউ বরফের মজা নিচ্ছে। এদিকে জমে যাওয়া লেকের মাঝে চলছে শিকারা। এই সব দেখে যদি কারও শিকারা চড়ার শখ হয়, তাহলে এখন আর তাকে কাশ্মীর যেতে হবে না। রাজ্যেই রয়েছে এমন জায়গা। কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে শিকারা উপভোগের সুযোগ পাওয়া যাচ্ছে।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের কাছে কংসাবতী নদীতে চলছে শিকারা। হ্যাঁ ঠিকই শুনছেন। কংসাবতীতে বিশেষ শিকারা রাইডের ব্যবস্থা হয়েছে। যা আপনাকে ডাল লেকের স্মৃতি মনে করিয়ে দেবে। নদীর শান্ত স্রোতে সাজানো নৌকায় বসে উপভোগ করতে পারবেন নদীর সৌন্দর্য ও প্রাকৃতিক সৌন্দর্য। যেতে পারবেন নদীর মাঝে থাকা ছোট একটি দ্বীপেও। সকাল বা বিকেল, যেকোনও সময় এই রাইডটি করা যাবে।
পশ্চিম মেদিনীপুরে এই ধরনের রাইড প্রথম। যারা হাউস বোটে থাকার অভিজ্ঞতা চান, তারা নদীর পাশে থাকা টেন্ট ও কটেজে থাকতে পারেন। কংসাবতী নদীর পাশে তৈরি করা হয়েছে একটি বৃহৎ এলাকা, যেখানে এই টেন্ট ও কটেজের ব্যবস্থা করা হয়েছে। শহরের কোলাহল থেকে একটু সরে গিয়ে অন্যরকমভাবে এক-দুটো দিন কাটাতে চাইলে এই জায়গা আদর্শ। শিকারা ও কটেজে রাত কাটানো বাদেও এখানে পিকনিকের ব্যবস্থাও রয়েছে।
বেসরকারি একটি উদ্যোগে কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্কে পুরো ব্যবস্থাটি করা হয়েছে। আয়োজনকারীদের বিশ্বাস এই পার্ক ও রাইড-সহ গোটা বিষয়টি পর্যটকদের আকর্ষণ করবে। পর্যটনের একটা নতুন দিক খুলবে।