Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিউটাউনে পিয়ারলেসের নতুন প্রকল্প ‘ত্রয়ম’, এক ছাদের নীচে আবাসন, বাণিজ্যিক অফিস, শপিং সবকিছুপাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েডআন্দুলের জমিদারের বাগানবাড়িতে গড়ে ওঠা হাসপাতালের একী দশা!
Shiekh Sahzahan

চিংড়ি মাছের টাকাও আত্মসাৎ করেছেন শাহজাহান, বকেয়া চাইতে রাস্তায় এজেন্টরা

চিংড়ি কোম্পানির এজেন্টদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল সন্দেশখালির বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে। বকেয়া টাকা ফেরতের দাবি তুলে পথে নেমেছেন চিংড়ি কোম্পানির এজেন্টরা। 

চিংড়ি মাছের টাকাও আত্মসাৎ করেছেন শাহজাহান, বকেয়া চাইতে রাস্তায় এজেন্টরা

শেষ আপডেট: 29 January 2024 19:37

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চিংড়ি কোম্পানির এজেন্টদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল সন্দেশখালির বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে। বকেয়া টাকা ফেরতের দাবি তুলে পথে নেমেছেন চিংড়ি কোম্পানির এজেন্টরা। 

কলকাতা বাসন্তী হাইওয়ের কাছে হাড়োয়ার ঘোষপুরে একটি চিংড়ি মাছের প্রক্রিয়াকরণ সংস্থা রয়েছে। এই সংস্থা অন্যান্য রাজ্যে চিংড়ি মাছ রফতানি করে। কোম্পানির এজেন্টদের অভিযোগ, ২০১৮ সালে অগস্ট মাস থেকে তাঁদের টাকা বকেয়া রয়েছে। বকেয়া টাকার পরিমাণ বাড়তে বাড়তে প্রায় পাঁচ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে কোম্পানির মালিকানা হাত বদল হয়ে গিয়েছে। নতুন মালিকের কাছ থেকে তাঁরা সেই টাকা ফেরত চাইছেন। 

এই চিংড়ি প্রক্রিয়াকরণ সংস্থার সঙ্গে কীভাবে শাহজাহানের যোগাযোগ হল? তাঁর উত্তর দিতে গিয়ে এজেন্টরা জানিয়েছেন, শেখ শাহজাহানও তাঁদের মতোই একজন এজেন্ট ছিলেন এই সংস্থায়। তাঁরও টাকা বাকি ছিল। এক সময়ে শেখ শাহজাহান সমস্ত এজেন্টদের সঙ্গে জোট বেঁধে আন্দোলনে নেমেছিলেন। সেই সময় কোম্পানিতে তিনি তালাও ঝুলিয়ে দেন। তারপরে সংস্থার মালিকরা শাহজাহানের সঙ্গে বৈঠকও করেন। 

এক এজেন্টের অভিযোগ, বন্ধ কোম্পানি থেকে তাদের মাল রাতের অন্ধকারে বাইরে সরবরাহ করে দিচ্ছিল কর্তৃপক্ষ। সেই ঘটনা আটকে ছিলেন শাহজাহানই। এরপরে এজেন্টদের তিনি আশ্বাসও দিয়েছিলেন কোম্পানিতে রাখা তাঁদের মাল কোথাও সরবরাহ হবে না। কিন্তু পরে অন্যান্য এজেন্টরা জানতে পারেন, নিজের ও তাঁদের মাল বাজারের বিক্রি করে কোটি কোটি টাকা তুলে নিয়েছেন শাহজাহান। তাঁর কাছে সেই টাকা চাইতে গেলে হেনস্থার মুখে পড়তে হয়েছে বঞ্চিত এজেন্টদের। 

কোম্পানি হাত বদলের পরে নতুন মালিকের কাছে বকেয়ার মেটানোর দাবি জানালে তিনি শাহজাহানের কাছে টাকা চাইতে বলেন। এখন কোটি কোটি টাকা বকেয়া না পাওয়ায় এই সমস্ত এজেন্টরাও দেনাদারদের কাছে মুখ দেখাতে পারছেন না। কয়েকজন বাড়ি ছাড়া হয়েছেন। এই সমস্ত এজেন্টদের অভিযোগ, শাহজাহান তাদের পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেছেন। সেই টাকা তাঁরা এবার ফেরত চান। 

এদিকে সন্দেশখালি ঘটনার ২৪ দিন পেরিয়ে গেলেও আত্মসমর্পণ করেননি শাহজাহান। সোমবার ১১টা নাগাদ ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি এদিন আসেননি। তাই শাহজাহানের নাগাল পেতে আইনি পদক্ষেপ করতে শুরু করেছে ইডি।


ভিডিও স্টোরি