শেষ আপডেট: 15th June 2018 12:50
কাজ না করার ফন্দি কেজরিওয়ালের, বললেন শীলা
দ্য ওয়াল ব্যুরো : কাজ না করার ফন্দি এঁটেছেন মুখ্যমন্ত্রী। এই ভাষায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। তিনি নিজেও তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কেজরিওয়ালের আন্দোলন মূলত কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। সেক্ষেত্রে কংগ্রেস নেত্রী হয়ে শীলা তাঁর সমালোচনা করলেন কেন, সেই নিয়ে চলছে জল্পনা। কেজরিওয়ালের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের উস্কানিতে দিল্লি সরকারের বিরুদ্ধে অঘোষিত ধর্মঘট চালিয়ে যাচ্ছেন আইএস অফিসাররা। দিল্লির লেফটেন্যান্ট জেনারেল অনিল বাইজালও বিজেপির হয়েই কাজ করছেন। এর প্রতিবাদে কেজরিওয়াল ও তাঁর কয়েকজন মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেলের বাসভবনে ধরনা দিচ্ছেন। আজ বিকালে সেখানে চারটি অ্যাম্বুলেন্স আনা হয়। সবার ধারণা হয়, কেজরিওয়ালদের জোর করে তুলে নিয়ে যাওয়া হবে। কিন্তু সন্ধ্যা অবধি তেমন কিছু ঘটেনি। কেজরিওয়ালকে সমালোচনা করে শীলা দীক্ষিত বলেন, দিল্লি যখন ধোঁয়াশায় ঢেকে আছে তখন মুখ্যমন্ত্রী ধরনায় বসেছেন। তিনি নিজের সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে জানেন না।