Shantanu Thakur, Jagannath Sarkar
শেষ আপডেট: 12th March 2024 16:55
দ্য ওয়াল ব্যুরো: সিএএ নিয়ে সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরই রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষ উৎসবে মেতেছেন। মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ঠাকুরনগরে সোমবার রাত থেকেই শুরু হয়ে যায় অকাল দোল উৎসব।
মাস খানেক আগেই কেন্দ্রীয় মন্ত্রী তথা ঠাকুর বাড়ির সন্তান শান্তনু ঠাকুর জানিয়েছিলেন, ভোটের আগেই চালু হবে সিএএ। সোমবার তাঁর কথা মিলে যাওয়ায় কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর প্রশংসা শোনা গিয়েছে মতুয়া সম্প্রদায়ের অনেকের মুখে।
কিন্তু বিজেপির হরিণঘাটার বিধায়ক অসীম সরকার মঙ্গলবার ‘দ্য ওয়াল’কে বলেন, ‘নাগরিকত্বের দাবিতে হওয়া আন্দোলনের সঙ্গে শান্তনু, তাঁর দাদা সুব্রতদের কোনও সম্পর্ক নেই। এই আন্দোলনের সময় ওঁরা ছিলেন অস্ট্রেলিয়ায়।’
অসীমের দাবি, রানাঘাটের বিজেপি এমপি জগন্নাথ সরকারেও তেমন কোনও ভূমিকা নেই। পদ্ম শিবিরের এই বিধায়কের কথায়, শান্তনু, জগন্নাথরা সাংসদ হিসাবে দিল্লিতে কখনও সখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সিএএ কার্যকর করা নিয়ে কথা বলেছেন মাত্র। আন্দোলনের সঙ্গে কোনও যোগ ছিল না ওঁদের।
নাগরিকত্ব সংশোধিত আইন কার্যকর হওয়াতে তাঁর ভূমিকা কতটা? বিজেপির হরিণঘাটার বিধায়কের দাবি, আমি একমাত্র মানুষ যিনি উদ্বাস্তুদের নাগরিকত্বের দাবি আদায়ের জন্যই রাজনীতিতে এসেছি। এই দাবি আদায়ে আমি বিজেপিকেও ছেড়ে কথা বলিনি। কাল যদি দেখি, সিএএ ঠিকঠাক কার্যকর হচ্ছে না, তাহলে সবার আগে আমিই পথে নামব।’
দলীয় সূত্রের খবর, গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজেপির এমপি-এমএলএ-র সঙ্গে বৈঠকে অসীম সরকার সাফ বলেন, সিএএ কার্যকর না হলে বাংলায় বিজেপি মুছে যাবে। জবাবে শাহ আশ্বাস দিয়েছিলেন, চিন্তা করবেন না। সিএএ চালু হবেই।
মঙ্গলবার শাহের সেই কথার প্রসঙ্গ টেনে অসীম বলেন, প্রয়াত বড়মা বীণাপাণি দেবী নাগরিকত্বের দাবিতে সরব হয়েছিলেন। তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তখন শান্তনু ও সুব্রত অস্ট্রেলিয়ায় ছিলেন। আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কোনও প্রশ্নই ওঠে না। শান্তনু, জগন্নাথরা জানেই না মতুয়াদের আন্দোলনটা কী।’ তাঁর কথায়, ‘বড়মা ছাড়া ঠাকুরবাড়ির আর কারও নাগরিকত্ব আন্দোলনে কোনও অবদান নেই।’
অসীমের কথায়, ‘ঠাকুর বাড়ির লোকেরা পারিবারিক কারণে রাজনীতিতে এসেছেন। পরিবারের কেউ তৃণমূলে গেছে তো কেউ বিজেপিতে। একজন ক্ষমতা পেয়েছে দেখে আর একজন ভেবেছে আমিও পাব, ও পুলিশ পাচ্ছে তো আমিও পাব।’
অসীমের দাবি, ‘সিএএ আদায় সম্ভব হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমিতির আন্দোলনের কারণে। এর মধ্যে শান্তনু, সুব্রত, জগন্নাথদের কোনও ভূমিকা নেই।