শেষ আপডেট: 21st June 2023 11:29
দ্য ওয়াল ব্যুরো: শ্যেন ওয়ার্নের মৃত্যুর কারণ প্রসঙ্গে উঠে আসছে কোভিড ভ্যাকসিনের তথ্য। প্রাক্তন লেগস্পিনারের কেস হিস্ট্রি দেখে দুই নামী চিকিৎসক জানিয়েছেন, নয় মাস আগেই ওয়ার্ন ফাইজারের কোভিড এমআরএনএ ভ্যাকসিন নিয়েছিলেন। ওই ধরনের টিকা নিলে হৃদরোগের ঝুঁকি থেকে যায়।
ওয়ার্ন এমন একটি সময়ে ওই টিকা নিয়েছিলেন, যখন ওই টিকাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দেয়নি। ওয়ার্ন সেটি নিতেই নাকি বিপত্তি ঘটেছে বলে চিকিৎসকমহলের ধারণা।
হৃদরোগ বিশেষজ্ঞ অসীম মালহোত্রা কিংবা ক্রিস নিল জানিয়েছেন, ওয়ার্নের মেডিক্যাল রিপোর্ট দেখে আমাদের মনে হয়েছে, উনি বেহিসেবি জীবনযাপন করতেন। ওয়ার্ন ধূমপায়ী ছিলেন। তাই ওই টিকা নিতেই প্রতিক্রিয়া হয়ে গিয়েছে।
শুধু তাই নয়, ফাইজারের দুটি টিকা নিলে এর আগেও প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সেটি ওয়ার্নের ক্ষেত্রেও হয়েছে। পাশাপাশি চিকিৎসক মহলের ধারণা, আদৌ ওয়ার্নের দুটি কোভিড ভ্যাকসিনের দরকারও ছিল না। কিন্তু ওয়ার্ন যেহেতু বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন, সেই জন্যই ঝুঁকিহীন জীবনটা কাটাতে চেয়েছিলেন। কিন্তু ওই টিকার যে পার্শ্ব প্রতিক্রিয়া এত তীব্র হবে, সেটি কিংবদন্তি লেগস্পিনার ভাবতে পারেননি।
ভিসা সমস্যায় বেঙ্গালুরুর বিমান মিস ১৪ পাক ফুটবলারের! মহারণ হবে তো কান্তিরাভায়