শেষ আপডেট: 23rd December 2022 11:41
সাকিব, লিটনকে কেউ নিল না, বাংলাদেশি ক্রিকেটারে অ্যালার্জি ফ্র্যাঞ্চাইজিগুলোর
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে দল পেলেন না সাকিব আল হাসান (Shakib Al Hasan)। আগের মরশুমের মতো এবারও অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। কোচিতে আইপিএলের মিনি নিলামে (IPL 2023 Auction) প্রথম রাউন্ডে তাঁর নাম উচ্চারিত হল, তিনবার দাম হাঁকানো হল কিন্তু নীরব থাকলেন সকলেই। কোনও ফ্র্যাঞ্চাইজিই কিনলেন না প্রাক্তন নাইট তারকাকে।
উল্লেখ্য, শুক্রবার কোচিতে বসেছে এবারের আইপিএলের মিনি নিলাম। ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে ৮৭ জন ক্রিকেটার কিনতে পারবে দলগুলি। সেই তালিকায় জায়গা হল না সাকিবের। বাংলাদেশি এই অলরাউন্ডার ছাড়াও বাংলাদেশের আরও দুই ক্রিকেটার লিটন দাস ও মুজিব রহমানও দল পাননি। লিটন দাসের (Litan Das) নাম এবার প্রথম আইপিএল নিলামে ওঠে।
সাকিব এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। কিন্তু তাঁর পারফরম্যান্স ছিল আতশকাচের নীচে। কোনও ম্যাচেই তেমন দাগ কাটতে পারেননি তিনি। সেই সময় সাকিবকে নিয়ে বিস্তর লেখালেখি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম আইপিএলে খেলেছিলেন সাকিব। ২০১৩ সালে তিনি চোটের কারণে খেলতে পারেননি একটি ম্যাচও। তবে কেকেআরের স্কোয়াডে ছিলেন। ২০১৭ সালের পর কলকাতা তাঁকে ছেড়ে দেয়।
২০১৮ ও ২০১৯ সালে তিনি খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। কেবল নিষিদ্ধ থাকার কারণে ২০২০ সালে আইপিএলে ছিলেন না বাংলাদেশের অলরাউন্ডার। ২০২১ সালে ফের কলকাতায় ফেরেন সাকিব। কিন্তু সেবার তাঁর পারফরম্যান্স নিয়ে খুশি ছিলেন না নাইট কর্তারা। ফলে ২০২২-এ বাদ পড়েন তিনি। ২০২৩-এও কোনও দলে জায়গা হল না সাকিবের।