শেষ আপডেট: 10th June 2023 11:22
মণিপুরে রাজ্যপালকে মাথায় রেখে শাহের শান্তি কমিটি, সিবিআই তদন্ত শুরু
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দুপুর থেকে শনিবার এখনও পর্যন্ত মণিপুর শান্ত। গত ৩ মে থেকে ধারাবাহিকভাবে অশান্ত রাজ্যটির ২৪ ঘণ্টা হিংসা মুক্ত থাকাটা বড় সাফল্য হিসাবে দেখছে রাজ্য প্রশাসন। রাজ্যের প্রধান নিরাপত্তা আধিকারিক কুলদীপ সিংহের বক্তব্যে তা পরিষ্কার। সংবাদমাধ্যমকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, রাজ্য শান্ত আছে। আমরা খুশি।
এদিকে, রাজ্যকে পুরোপুরি হিংসা মুক্ত করতে শনিবার অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যপাল অনুশুয়া উইকিকে চেয়ারপারসন করে একটি শান্তি কমিটি গড়েছে। কমিটিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং কয়েকজন মন্ত্রী ছাড়াও আছেন সব দলের প্রতিনিধি এবং সমাজের বিশিষ্টজনদের রাখা হয়েছে।
কমিটি বিবাদমান দুপক্ষের সঙ্গে বসে শান্তি বজায় রাখার কাজ করবে। মৈতেই এবং কুকি জনগোষ্ঠীর প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হয়েছে।
এদিকে, মণিপুরের হিংসা নিয়ে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে সিবিআই। তারা মোট সাতটি এফআইআর দায়ের করেছে। এছাড়া দশ সদস্যের একটি স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হিংসা না হলেও কুকিরা নতুন দাবি তুলেছে। মণিপুর পুলিশকে তাদের বসত এলাকা থেকে সরিয়ে নেওয়া হোক, দাবি ওই জনগোষ্ঠীর। পরিবর্তে অসম রাইফেলসকে কুকি অধ্যুষিত এলাকায় মোতায়েন করা হোক, প্রশাসনকে জানিয়েছে তারা। রাজ্য পুলিশের উপর তাদের ভরসা নেই, সাফ কথা কুকি জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের।

অন্যদিকে, মৈতেইরা আবার পাল্টা দাবি তুলেছে, মণিপুর পুলিশকে সরানো যাবে না। প্রসঙ্গত, এই জাতীয় বিতর্ক, দাবি উত্থাপিত হতে পারে ধরে নিয়েই রাজ্য সরকার সম্প্রতি পুলিশের ডিজি বদল করেছে। আগের ডিজি ছিলেন কুকি জনগোষ্ঠীর মানুষ। তাঁর জায়গায় ত্রিপুরা ক্যাডারের আইপিএস একজন উত্তর ভারতীয়কে ডিজি করা হয়েছে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রশাসনের একাংশ মনে করছে, পুলিশ ও অসম রাইফেলস ইস্যুতে নতুন করে অশান্তি দেখা দিতে পারে। কুকিরা চাইছে না স্থানীয় পুলিশ তাদের এলাকায় টহলে যাক। ডিজি বদলের পর কুকিদের তরফে এমন দাবি উত্থাপিত হওয়ায় পুলিশের উপর হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রাজ্যে ‘বিতাড়িত’ বিপ্লব হরিয়ানায় ‘হিরো’, হঠাৎ চর্চায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী