শেষ আপডেট: 8th January 2024 13:36
দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার তাঁর খোঁজে সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে গিয়ে মার খেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। তারপর থেকে 'নিখোঁজ' সন্দেশখালির বাদশা। মাঝে সামনে এসেছে একটি অডিও বার্তা। ওই বার্তার কণ্ঠস্বর শাহজাহানের বলেই মনে করা হচ্ছে। স্থানীয় নেতৃত্বর দাবি, শাহজাহান এলাকাতেই রয়েছেন।
এমন আবহে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষর পদ থেকে শাহজাহানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল পরিচালিত এই জেলা পরিষদ। সূত্রের খবর, শাহজাহানের পরিবর্তে এখন থেকে ওই পদ সামলাবেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।
বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তো বটেই এলাকাতেও শোরগোল ছড়িয়ে পড়েছে। তবে কি শাহজাহানের ডানা ছাঁটা শুরু করল দল? এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও দলের স্থানীয় বিধায়ক সুকুমার মাহাত এদিনও সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, "শাহজাহান পালিয়ে যাওয়ার ছেলে নয়। ও এলাকাতেই আছে।"
তা সত্ত্বেও তাঁকে কেন জেলা পরিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হল, এর যুক্তিসঙ্গত ব্যাখ্যা এখনও সামনে আসেনি। তবে দলের একটি সূত্রের দাবি, ইডি যেহেতু লুকআউট নোটিস জারি করেছে, তাই আইনি কারণেই শাহজাহানকে জেলা পরিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হল।
শুক্রবার সকালে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি অফিসাররা। তারা শাহজাহানের বাড়ির গেট খোলার যখন চেষ্টা করেন, তখন পিছন থেকে ইটবৃষ্টি শুরু হয়। তাতে তিন জন অফিসারের মাথা ফাটে। তাঁদের চিকিৎসার জন্য কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাহানের ছবি দিয়ে ইতিমধ্যে বিএসএফকে সতর্ক করেছে ইডি। শুধু তা নয়, গোয়েন্দা নেটওয়ার্কে শাহজাহানের খোঁজ শুরু হয়ে গিয়েছে। শাহজাহান পালিয়ে গেলেও তাঁর বাড়িতে ফের তল্লাশি অভিযান চালানোরও প্রস্তুতি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।
সূত্রের খবর, শাহজাহানের খোঁজ লাগাতে তাঁর পরিবারের লোকজনকেও জেরা করা হতে পারে। তবে তার আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আধা সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন ইডি কর্তারা। হতে পারে এরপর থেকে আরও বড় বাহিনী নিয়ে তল্লাশি চালানো হবে।