শেষ আপডেট: 17th February 2025 10:18
দ্য ওয়াল ব্যুরো: অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, কুন্তল ঘোষ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে গত বছর জামিনে মুক্ত হয়েছেন একাধিক তৃণমূল নেতা। কিন্তু প্রায় ১ বছর ধরে জেলে আটকে থাকার পরও কেন তার জামিন হচ্ছে না, এই অভিযোগে সম্প্রতি নিজের আইনজীবীই বদলে ফেলেছিলেন সন্দেশখালির ‘বাদশা’ শেখ শাহজাহান।
সম্প্রতি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন সন্দেশখালির সেই 'বাঘ'। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে সোমবার ওই আবেদনের শুনানি হওয়ার কথা। ফলে জামিন মিলবে কিনা, সেদিকে তাকিয়ে শাহজাহান ও তার অনুগামীরা।
গত বছরের ৫ জানুয়ারি। রেশন দুর্নীতির তদন্তে ওই দিন শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তারপর থেকে টানা ৫৫ দিন গা ঢাকা দিয়েছিলেন শাহজাহান। কয়েক দিন পরে অবশ্য শাহজাহানেরই বিরুদ্ধেই ফুঁসে ওঠেন এলাকার একাংশ মহিলা।
রাতের অন্ধকারে নারী নির্যাতনের একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। যার জেরে গত ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তবে গ্রেফতারের পরও আদালত চত্বরে বাদশাসুলভ আচরণে দেখা গিয়েছিল সন্দেশখালির বেতাজ বাদশাকে। যা নিয়ে সে সময় বিস্তর বিতর্কও হয়।
পরে আদালতের নির্দেশে শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই থেকে প্রায় এক বছর জেলবন্দি রয়েছেন সন্দেশখালির বাদশা। জামিন না মেলায় গত বছরের নভেম্বরে আদালত চত্বরে নিজের আইনজীবীকে ভর্ৎসনাও করেন সন্দেশখালির 'বাঘ'।