শেষ আপডেট: 15 April 2024 10:07
দ্য ওয়াল ব্যুরো: এর আগে দু'বার নিজেকে নির্দোষ দাবি করে ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছিলেন সন্দেশখালির শেখ শাহজাহান। বলেছিলেন, "সবাই মিথ্যে কথা বলছে, আল্লাহ বিচার করবেন।"
আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর বলেছিলেন, "ভাল হয়েছে।" সোমবার অবশ্য শাহজডাহানের মুখে কুলুপ।
জেল হেফাজতের মেয়াদ শেষে সোমবার কলকাতার নগর দায়রা আদালতে শেখ শাহাজানকে পেশ করে ইডি। তবে এদিন আদালতে জামিনের আবেদন জানাননি সন্দেশখালির একদা 'ডন'।
আদালত সূত্রের খবর, বিচারকের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার বেশিরভাগ সময়ই মাথা নীচু করে থাকতে দেখা গিয়েছে তাকে।
এমনকী এদিন প্রিজন ভ্যান থেকে নামার সময় কিংবা বিকেলে আদালত থেকে বেরোনোর সময়ও সংবাদমাধ্যমের হাজারও প্রশ্নের জবাবে কোনও 'রা" কারেননি।
আদালত সূত্রে জানানো হয়েছে, ইডির তরফেও এদিন নতুন করে হেফাজতের আবেদন জানানো হয়নি। শাহজাহানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
৫৬ দিন নিখোঁজ থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি মিনাখাঁ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন আদালতের পথে রীতিমত রাজকীয় ভঙ্গিতে হেঁটে গিয়েছিলেন তিনি। ধপধপে সাদা কুর্তা-পাজামা আর জ্যাকেটে সুসজ্জিত শাহজাহানকে দেখে একবারের জন্যেও মনে হয়নি পুলিশ হেফাজতে থাকা কোনও বন্দি। বরং তর্জনী উঁচিয়ে সেদিন কিছু বার্তা দিতে চেয়েছিলেন।