শেষ আপডেট: 17th December 2024 14:33
দ্য ওয়াল ব্যুরো: ফের ছাত্রঙ্গনে রাজনীতির রেশ। সোমবার এসএফআই-টিএমসিপির সংঘর্ষে উত্তেজনা তৈরি হয়েছিল হাওড়ার আন্দুল কলেজে। মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটল বারাসত গর্ভমেন্ট কলেজ এবং বারাসত কলেজে।
পরিস্থিতির জন্য টিএমসিপি ও এসএফআই নেতৃত্ব পরস্পরকে দুষছে। হামলা ঠেকাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন দু'জন পুলিশ কর্মী। পরিস্থিতি সামলাতে এই মুহূর্তে এলাকায় নামানো হয়েছে ব়্যাফ।
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের প্রতিবাদে বিচার চেয়ে সোমবার সোদপুর থেকে মধ্যমগ্রাম পর্যন্ত মিছিল করেছিল এসএফআই। এদিন ছিল মিছিলের দ্বিতীয় দিন। মধ্যমগ্রাম থেকে বারাসত জেলাশাসকের কার্যালয় পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল এসএফআই।
অভিযোগ, বারাসত কলেজ এবং বারাসত গর্ভমেন্ট কলেজে ওই মিছিল ঢুকতে গেলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে টিএমসিপি। বহিরাগতদের কলেজে ঢুকতে না দেওয়ার স্লোগান তোলে টিএমসিপি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমায়েত পাল্টা জমায়েত ঘিরে রণক্ষেত্রর চেহারা তৈরি হয়। পরস্পর পরস্পরের দিকে ইট ছোড়ার অভিযোগ আনে।
পরিস্থিতি সামলাতে গিয়ে মাঝে পড়ে জখম হন পুলিশের দু'জন কর্মী। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে নামানো হয়েছে ব়্যাফ। সংঘর্ষে টিএমসিপি এবং এসএফআইয়ের কয়েকজন জখম হয়েছেন বলেও খবর।
এসএফআইয়ের বক্তব্য, শান্তিপূর্ণ আন্দোলনে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল। অন্যদিকে শাসকদলের বক্তব্য, কলেজের মধ্যে বহিরাগতদের এনে হামলা চালিয়েছে এসএফআই। বাধ্য হয়েই প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।