শেষ আপডেট: 21st September 2023 15:13
দ্য ওয়াল ব্যুরো: স্কুল পড়ুয়া শিশুদের পাঠ্যবইতে নাকি ছত্রে ছত্রে যৌনগন্ধী বক্তব্য (sexual content in childrens textbooks)! লিঙ্গ পরিচয়, রূপান্তরকামিতা, যৌনশিক্ষার পাঠ পড়ানোর নাম করে নাকি এমন বিষয় লেখা হয়েছে স্কুলের বইতে, যা শিশুমনের পক্ষে আদৌ উপযুক্ত নয়, এমনই অভিযোগ কানাডার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের বাবা-মায়েদের। আর তারই প্রতিবাদে কানাডার রাজপথ উত্তাল।
বুধবার গ্রেটার টরন্টো এলাকায় স্কুল বইয়ের এমন বিষয়বস্তুর প্রতিবাদে পথে নামেন হাজার হাজার অভিভাবক (Canada school textbook protest)। শুধু টরন্টোই নয়, দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের সামিল হয়েছেন মা-বাবারা। তাঁদের দাবি, ছোট ছোট ছেলেমেয়েদের যৌনশিক্ষা দেওয়ার নাম করে অশালীন বিষয়বস্তু থেকে সুরক্ষা দিতে হবে।
যদিও কানাডার কয়েকটি এডুকেশন বোর্ড স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে, তারা এলজিবিটিকিউ সম্প্রদায়ভুক্ত মানুষের অধিকারকে সমর্থন জানান। মানুষের সচেতনভাবে বেছে নেওয়া লিঙ্গ পরিচয়েও তাদের সমর্থন রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছে বোর্ডগুলি। লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কাউকে হেনস্থা করা, বিভাজন করা কিংবা ঘৃণা করা কোনওভাবেই তারা সমর্থন করে না বলে জানানো হয়েছে।
বুধবার দেশটির বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষের মিছিল এবং পাল্টা মিছিল বের হয়। তার মধ্যেই স্লোগান ওঠে, 'শিশুদের নিজের মতো থাকতে দিন' । তার মধ্যেই মিছিলে অস্ত্র নিয়ে যাওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ক্রমশ আরও বড় আকার ধারণ করছে এই বিক্ষোভ-আন্দোলন।
Video from Ottawa, Canada, where thousands of parents and children protest
— Sprinter (@Sprinter99800) September 21, 2023
These protests are absolutely massive throughout the country, local residents write. pic.twitter.com/87B7JBysKA
পুরো বিষয়টির জন্য অনেকেই ট্রুডো প্রশাসনকেও কাঠগড়ায় তুলেছেন। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী রোমের রাজা নিরোর মত আচরণ করছেন। দেশে যখন বিক্ষোভের আগুন জ্বলছে, তখন ভারতের সঙ্গে খালিস্তান ইস্যুতে যুদ্ধ করছেন তিনি। যদিও বিষয়টিতে এখনও প্রতিক্রিয়া দেননি ট্রুডো।
পড়ুয়াদের সার্টিফিকেটের বানান সংশোধনের ফি অক্ষর পিছু হাজার টাকা! পর্ষদের নিন্দায় সরব শিক্ষকরা