শেষ আপডেট: 9 August 2023 06:28
দ্য ওয়াল ব্যুরো: অসম্মান করার অভিযোগে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) বাড়ি ঘেরাও করলেন যৌন কর্মীরা (Sex workers)। বুধবার দুপুরে একদল যৌনকর্মী হাতে প্ল্যাকার্ড নিয়ে মোমিনপুর পেট্রোল পাম্পের সামনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বাড়ি ঘেরাও করেন।
ঘটনার সূত্রপাত, সিপিএমের রাজ্য সম্পাদকের একটি টুইটকে ঘিরে। সম্প্রতি বিদেশে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্কিন মুলুক সফরের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে শেয়ার করেন অভিষেক। ওই ছবির সূত্র ধরেই অভিষেককে কুরুচিকর আক্রমণ করার অভিযোগ ওঠে সেলিমের (Md Salim) বিরুদ্ধে।
টুইটের লেখায় ইংরেজিতে 'প্রস্টিটিউট' শব্দের উল্লেখ ছিল। যার বাংলা অর্থ 'পতিতা'। পরিস্থিতি স্বাভাবিক করতে পরে ফেসবুক নিজের পোস্টে 'যৌনকর্মী' (Sex workers) শব্দ ব্যবহার করেন সেলিম। তাতেও বিতর্ক থামেনি। বরং ঘটনার প্রতিবাদে এদিন তাঁর বাড়ি ঘেরাও করে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। রাজ্যের একজন দ্বায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে উনি এমন মন্তব্য কীভাবে করলেন সেই প্রশ্নও তোলেন যৌনকর্মীরা।
যদিও এই বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদকের কোনও প্রতিক্রিয়া মেলেনি। আদৌ তিনি বাড়িতে আছেন কী না, তা স্পষ্ট নয়। তবে ক্ষমা না চাওয়া পর্যন্ত বিক্ষোভ অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: বাংলা চাপিয়ে দেওয়া হচ্ছে না, কেউ কেউ ভুল বোঝাচ্ছে: মুখ্যমন্ত্রী