Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টি, নিম্নচাপ সরতেই অনুভূত হবে অস্বস্তিকর গরমআমরা সিঙাড়া-জিলিপি খেতে বারণ করিনি, করবও না: মমতাশ্রমিকদের কর্মবিরতিতে পুরসভার ভ্যাট উপচে আবর্জনা চুঁচুড়ায়প্রয়াত অনিল চট্টোপাধ্যায়ের স্ত্রী অনুভা, অভিনেতা স্বামীর জীবন ও সংসারের প্রেরণা ছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকেই হারাব, হুঙ্কার শুভেন্দুরবিভেদ ভুলে বর্ধমানে ২১ জুলাইয়ের সভায় এই প্রথম তৃণমূলের প্রাক্তন ও বর্তমান সভাপতি একই মঞ্চেভাঙড়ে মিছিলে ‘মাল’-এর প্রলোভন! লোক ভরাতে পারলে পুরস্কার, না হলে শাস্তির হুঁশিয়ারিআরজি কর কাণ্ডের এক বছর, বিচার চাইতে মিছিল করবে অভয়া মঞ্চক্লাসরুমে আর থাকবে না কোনও 'ব্যাকবেঞ্চার'! ইউ-আকারে বসার ধরনে বদল আনল মালদহের স্কুল'লাইফ ইজ শর্ট, এক মুহূর্তে...' হঠাৎ হৃদরোগে আক্রান্ত 'ফুলেরা'র জামাই, ভর্তি হাসপাতালে

সেলিমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভে যৌনকর্মীরা, এলাকায় শোরগোল

দ্য ওয়াল ব্যুরো: অসম্মান করার অভিযোগে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) বাড়ি ঘেরাও করলেন যৌন কর্মীরা (Sex workers)। বুধবার দুপুরে একদল যৌনকর্মী হাতে প্ল্যাকার্ড নিয়ে মোমিনপুর পেট্রোল পাম্পের সামনে সিপিএমের রাজ্য সম্পাদক ম

সেলিমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভে যৌনকর্মীরা, এলাকায় শোরগোল

শেষ আপডেট: 9 August 2023 06:28

দ্য ওয়াল ব্যুরো: অসম্মান করার অভিযোগে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) বাড়ি ঘেরাও করলেন যৌন কর্মীরা (Sex workers)। বুধবার দুপুরে একদল যৌনকর্মী হাতে প্ল্যাকার্ড নিয়ে মোমিনপুর পেট্রোল পাম্পের সামনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বাড়ি ঘেরাও করেন।

সিপিএম নেতার মন্তব্যের প্রতিবাদে স্লোগানও দিতে থাকেন যৌন কর্মীরা (Sex workers)। পুরো ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়।

ঘটনার সূত্রপাত, সিপিএমের রাজ্য সম্পাদকের একটি টুইটকে ঘিরে। সম্প্রতি বিদেশে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্কিন মুলুক সফরের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে শেয়ার করেন অভিষেক। ওই ছবির সূত্র ধরেই অভিষেককে কুরুচিকর আক্রমণ করার অভিযোগ ওঠে সেলিমের (Md Salim)  বিরুদ্ধে।

টুইটের লেখায় ইংরেজিতে 'প্রস্টিটিউট' শব্দের উল্লেখ ছিল। যার বাংলা অর্থ  'পতিতা'। পরিস্থিতি স্বাভাবিক করতে পরে ফেসবুক নিজের পোস্টে 'যৌনকর্মী' (Sex workers) শব্দ ব্যবহার করেন সেলিম। তাতেও বিতর্ক থামেনি। বরং ঘটনার প্রতিবাদে এদিন তাঁর বাড়ি ঘেরাও করে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। রাজ্যের একজন দ্বায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে উনি এমন মন্তব্য কীভাবে করলেন সেই প্রশ্নও তোলেন যৌনকর্মীরা।

যদিও এই বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদকের কোনও প্রতিক্রিয়া মেলেনি। আদৌ তিনি বাড়িতে আছেন কী না, তা স্পষ্ট নয়। তবে ক্ষমা না চাওয়া পর্যন্ত বিক্ষোভ অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: বাংলা চাপিয়ে দেওয়া হচ্ছে না, কেউ কেউ ভুল বোঝাচ্ছে: মুখ্যমন্ত্রী


ভিডিও স্টোরি