শেষ আপডেট: 18th October 2023 09:41
দ্য ওয়াল ব্যুরো: সিকিমের বন্যায় বিধ্বস্ত সেবক-সিকিম রোড খুলে যাচ্ছে পঞ্চমীতে। পুজোর মুখে পর্যটকদের জন্য বড় সুখবর। মেঘ ভাঙা বৃষ্টি-বন্যায় সিকিম বিধ্বস্ত। পুজোতে এনেকেই ছুটি কাটাতে সিকিম ঘুরতে যান। এ বছর হয়ত তা সম্ভব হবে না। তবে সিকিমের বন্যার কারণে সেবক-সিকিম রোডও বন্ধ করে দেওয়া হয়েছিল। তাছাড়া সেখানে সংস্কারের কাজও চলছিল।
পূর্ত দফতর জানিয়েছে, মঙ্গলবার সেখানে সংস্কারের কাজ খতিয়ে দেখার পর সেবক-সিকিম রোড খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছেন, লোনক হ্রদ বিপর্যয়ে বড় ক্ষতি হয়েছিল জাতীয় সড়কের। বাংলা-সিকিমের লাইফ লাইন বলা হয় এই হাইওয়েকে।
পূর্ত দফতর জানিয়েছে, বন্যায় হাইওয়ের যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তা সারানো হয়েছে। ফলে এখন আর সিকিম যেতে কোনও সমস্যা হবে না। একেই বিপর্যয় তার উপর হাইওয়ে বন্ধ থাকায় অনেকেই বুকিং ক্যানসেল করেছিলেন। এবার হাইওয়ে খুলে যাওয়ার খবর পেয়ে খুবই খুশি পর্যটকরা।
সিকিমের হ্রদ বিপর্যয়ের জেরে কালিম্পংয়ের লিকুইভির, ২৯ মাইল ও গেইলখোলায় ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশ বন্যার জলে তলিয়ে যায়। তিস্তার জলস্তরের উচ্চতা বিপদসীমার কাছাকাছি থাকায় শুরুতে মেরামতির কাজকর্ম কিছুটা ব্যাহত হয়েছিল। কিন্তু ইঞ্জিনিয়াররা দিনরাত এক করে কাজ করেছেন। কয়েকটি জায়গায় পাহাড় কেটে রাস্তা বাড়ানো হয়েছে। আবার কোথাও বালির বস্তা, পাথর ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে গার্ডওয়াল। সব কাজ শেষ করে বারবার পরীক্ষা করে দেখে নেওয়া হয়েছে। পূর্তমন্ত্রী পুলক রায় জানিয়েছেন, পুজোর আগে সেবক-সিকিম রোডে মেরামতি শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই মতো যুদ্ধকালীন তৎপরতায় কাজ এগিয়েছে। আগামীকালই এই হাইওয়ে পর্যটকের জন্য খুলে দেওয়া হবে।