শেষ আপডেট: 21st September 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো: লাইনে রক্ষাবেক্ষণের কাজ হবে। তার জেরে এবার হাওড়া ডিভিশনের একগুচ্ছ ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল।
এক বিজ্ঞপ্তিতে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, অনুযায়ী, ২২ সেপ্টেম্বর হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল থাকবে ও বেশ কিছু ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে।
রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বাতিল থাকবে খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু স্পেশাল (০৮০৬৩/০৮০৬৪ ), ভদ্রক-বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল (০৮০৩২/০৮০৩১ ), খড়গপুর-জজপুর-কেওনঝড়-খড়গপুর এক্সপ্রেস (১৮০৩৭/১৮০৩৮ ), হাওড়া-ভদ্রঘা-হাওড়া এক্সপ্রেস (১৮০৪৩/১৮০৪৪ ) এবংখড়গপুর-কুরলা-খড়গপুর এক্সপ্রেস (১৮০২১/১৮০২২ )। এই সব কটি ট্রেন হাওড়া থেকে ছাড়ার কথা ছিল।
সময়সূচি বদল করা হয়েছে একাধিক ট্রেনের। রবিবার হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস সকাল সাড়ে আটটার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে বেলা সাড়ে বারোটায়। সকাল ১০টা ৪৫ মিনিটে ছাড়ার পরিবর্তে হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস হাওড়া থেকে বেলা ১১টা ৪৫ মিনিটে ছাড়বে।
একইভাবে শালিমার থেকে সকাল ৯টা ১৫ মিনিটের পরিবর্তে শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস ছাড়বে বেলা ১টা ১৫ মিনিটে। বেলা ১১টা ২৫ মিনিটের পরিবর্তে শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস ১২টা ২৫ মিনিটে ছাড়বে এবং বেলা ১২টা ২০ মিনিটের পরিবর্তে বেলা ১২টা ৫০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল।
একাধিক ট্রেন বাতিল ও সময়সূচি বদলের জন্য রেলের তরফে দুঃখ প্রকাশ করে জানানো হয়েছে, রেল যাত্রীদের সুরক্ষার স্বার্থে লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সে কারণেই এই পদক্ষেপ।