Cyclone Dana
শেষ আপডেট: 22nd October 2024 21:55
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার দাপটে এবার একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল। বিজ্ঞপ্তি প্রকাশ করে ইতিমধ্যে সংশ্লিষ্ট ট্রেনগুলির কথা জানিয়েছে রেল। একই সঙ্গে এও বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে বাতিল করা হতে পারে আরও একাধিক ট্রেন।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে সাগরদ্বীপে বা পুরীতে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় দানা। তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি।
ফলে দুর্যোগের আশঙ্কায় যাত্রী সাধারণের সুরক্ষার কথা চিন্তা করে সংশ্লিষ্ট ট্রেনগুলি বাতিলের কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।