Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
এবার থেকে স্যার বেকহ্যাম, নাইটহুড পেলেন ম্যান ইউ কিংবদন্তিNEET 2025: প্রায় ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষে রাজস্থানের মহেশ! প্রথম দশে নেই কলকাতার কেউদেশের বাতাবিলেবুর স্বাদ পেতে ঘরে ফিরেছিলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রবাসী রমেশের রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূলAhmedabad Plane Crash: যাত্রী সুরক্ষায় গাফিলতি? দুর্ঘটনায় সরকারি বিবৃতিতে উঠছে প্রশ্ন
SSC - Jobless Teachers

SSC: ৪০০ আবেদন! আন্দোলন চললেও অন্য দফতর ছেড়ে আসা অনেকে ফিরতে চাইছেন পুরনো চাকরিতে

অনেক চাকরিহারা আর আন্দোলনে যা গিয়ে পুরনো চাকরিতে ফেরার আবেদন করছেন।

SSC: ৪০০ আবেদন! আন্দোলন চললেও অন্য দফতর ছেড়ে আসা অনেকে ফিরতে চাইছেন পুরনো চাকরিতে

ফাইল ছবি

শেষ আপডেট: 16 May 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি মামলায় (SSC Case Verdict) সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। তবে শীর্ষ আদালত (Supreme Court) এও জানিয়েছিল, এই প্যানেলে নাম আছে এমন যাঁরা অন্য রাজ্য সরকারি দফতরের চাকরি ছেড়ে স্কুলের চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁরা চাইলে তাঁদের পুরোনো অফিসে বা কাজে ফেরত যেতে পারেন। প্রক্রিয়া শেষ করতে তিন মাসের সময়ও দেওয়া হয়েছিল। এখন জানা গেল, কমপক্ষে ৪০০ জন এই পরিপ্রেক্ষিতে আবেদন (Application) করেছেন। তাঁরা তাঁদের পুরনো চাকরিতেই ফিরে যেতে চান।

সুপ্রিম কোর্টের রায়ের পর পথে নেমে বিক্ষোভ করছেন চাকরিহারারা। নিজেদের 'যোগ্য' বলে দাবি করে ইতিমধ্যে তাঁরা একাধিক মিটিং, মিছিল করেছেন। বর্তমানে বিকাশ ভবনের সামনে তাঁরা অবস্থান-বিক্ষোভে সামিল। বৃহস্পতিবার রাতে তাঁদের ওপর পুলিশ লাঠিচার্জও করেছে। এই ইস্যুতে সরগরম রাজ্য। আর এর ঠিক বিপরীতে অনেক চাকরিহারা আর আন্দোলনে যা গিয়ে পুরনো চাকরিতে ফেরার আবেদন করছেন।

সূত্রের খবর, যাঁরা অন্য কোনও সরকারি ছেড়ে স্কুলের চাকরির জন্য আবেদন করেছিলেন এবং এসএসসি-র ২০১৬ সালের প্যানেলভুক্ত হয়ে চাকরিও পেয়েছিলেন, তাঁদের একটা বড় অংশই ফিরতে চাইছেন পুরনো চাকরিতে। এর জন্য ইতিমধ্যে শিক্ষা দফতরে ৪০০-র কাছাকাছি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। শিক্ষা দফতরও প্রত্যেকটি আবেদন খতিয়ে দেখছে। কে কোথায় চাকরি করতেন, আদৌ ঠিক তথ্য দিয়েছেন কিনা, তা যাচাই করা হচ্ছে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতের মতো আন্দোলনকারী চাকরিহারাদের ওপর এর আগেও অত্যাচারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কসবার ডিআই অফিস ঘেরাওয়ের সময়ও তাঁদের ওপর লাঠিচার্জ করা হয় এবং তাতে বহু শিক্ষক গুরুতর আহত হন। সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বৃহস্পতিবার। চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ আন্দোলনকে ভাঙতে রাত ৮টার পর সাইরেন বাজিয়ে পুলিশ লাঠিচার্জ করে। তাতে একাধিক আন্দোলনকারী গুরুতর জখম হয়েছেন। অভিযোগ উড়িয়ে রাজ্য পুলিশের অন্যতম দুই শীর্ষ কর্তা বলেন, "বলপ্রয়োগ করার হলে বেলাতে ওরা যখন বিকাশ ভবনের গেট ভেঙেছিল তখনই তো পুলিশ সেটা করতে পারতো। বরং টানা ৭ ঘণ্টা ধরে পুলিশ ধৈর্য-সংযমের পরীক্ষা দিয়েছে।"

শেষ পাওয়া খবর অনুযায়ী, একদিকে পুলিশি লাঠিচার্জ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধেই স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীদের আটকে রাখা, পুলিশের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। 


ভিডিও স্টোরি