শেষ আপডেট: 1st December 2024 08:19
দ্য ওয়াল ব্যুরো: দিব্যি স্কুল চলছিল। ক্লাসও করছিল পড়ুয়ারা। তার মাঝেই হঠাৎ একে একে অসুস্থ হতে শুরু করল পড়ুয়ারা। এমনকি শুধু পড়ুয়াই নয়, অসুস্থ হয়েছেন স্কুলের শিক্ষিকাও। কারণ হল কোনও এক অজানা ফল। তা খেয়ে ফেলতেই বমি শুরু করেন তাঁরা। এই অসুস্থতার খবর পাওয়ার পরই দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এমন ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার বরুনা গ্রামপঞ্চায়েতের বিমলপাড়া চাউলি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, স্কুল চলাকালীন খেলার সময় স্কুলের পাশেই একটি পরিত্যক্ত ঘরের জঙ্গলে গিয়েছিল ওই পড়ুয়ারা। সেখানেই একধরনের ফল দেখতে পায়। তারপরে তা খেয়ে ফেলে। শিশুদের সঙ্গে এক শিক্ষকও ওই ফল খেয়ে নেয়। তারপর তাঁরা আবার স্কুলে ফিরে আসেন।
কিছুক্ষণ সময় যেতে না যেতেই শুরু হয় বমি। একে একে অসুস্থ হতে শুরু করেন পড়ুয়া সহ শিক্ষক। এরপর স্কুলের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। বাকি বেশ কয়েকজন স্কুল থেকে বাড়ি ফিরে বমি করতে শুরু করে। দ্রুত তাঁদের কুনোর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হতে শুরু করলে তাঁদের রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।
বর্তমানে রায়গঞ্জ মেডিকেলের শিশু বিভাগ ও সিসিইউতে চিকিৎসাধীন শিশুরা। এই ঘটনা প্রসঙ্গে সেখানকার এক ছাত্র জানান, 'স্কুলের পাশের একটা জঙ্গলে গিয়েছিলাম সবাই মিলে। একটা ফল ছিল। কিন্তু সেটা কী ফল, তা জানি না। আমার বন্ধু বলল খেয়ে নিতে। তাই আমরা সবাই সেটা খেয়েছি। তারপরই অসুস্থ হয়ে যাই।'