শেষ আপডেট: 25th January 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: ঘুমপাড়ানি গুলি করে অবশেষে কাবু করা হল হাতি। পরে তাকে বাগে আনতে নামানো হল একাধিক জেসিবি। কোচবিহারের মাথাভাঙায় সেই হাতিকে ধরতে নামে বিশাল পুলিশ বাহিনী। তার সঙ্গে ছিল বনকর্মীদের দলও।
কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকের পাড়ডুবিতে দিনভর দাপিয়ে বেড়ায় একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি। তবে বনদফতরের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর সেটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে। আপাতত সেটিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া চলছে। এলাকায় এখনও রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও বনকর্মীরা। হাতিকে বাগে আনতে একাধিক জেসিবি-র সাহায্য নিতে হয়েছে বনদফতরকে।
জেলার ডিএফও জানিয়েছেন, বন্য হাতিটি ভুট্টা খেতে এসেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন দফতরকে জানানো হয়। তাদের আধিকারিকরা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে ঘুমপাড়ানি গুলি ছুড়ে হাতিটিকে কাবু করে। তারপর ধীরে ধীরে নিরাপদভাবে হাতিটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
হাতি লোকালয়ে ঢুকে পড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু তাতে বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে। কোনও মৃত্যুর খবরও নেই। বন দফতরের তরফে জানানো হয়েছে, তাদের তিনটি ডিভিশন জলদাপাড়া, বক্সা এবং কোচবিহার ডিভিশনের আধিকারিকরা মিলে একটি টিম তৈরি করে হাতিটিকে বাগে আনার কাজে নেমে পড়ে। এদের সঙ্গে মাথাভাঙা পুলিশ প্রশাসনও যুক্ত হয়েছিল।
সাধারণ মানুষের সুরক্ষা মাথায় রেখে এসডিও মাথাভাঙাকে বলে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। যাতে হাতিটির সামনাসামনি কেউ না চলে আসেন। তারপর নির্দিষ্ট পদ্ধতি মেনে হাতিটিকে বাগে আনে বন দফতর।