শেষ আপডেট: 25th September 2024 07:20
দ্য ওয়াল ব্যুরো: এটা কোনও নির্বাচনের সময় নয়। তাও রাজনৈতিক উত্তেজনা বহাল নন্দীগ্রামে। তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। যদিও বিজেপির দাবি, এমন কোনও ঘটনা ঘটেনি। এটা রাজনৈতিক ষড়যন্ত্র।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামে তৃণমূল করার 'অপরাধে' দুই মহিলাকে মারধর করা হয়েছে। বাড়িতে ঢুকে তাঁদের ওপর হামলা করা হয়, বাড়িও ভাঙচুর করা হয়েছে। মহিলাদের একজন আবার গর্ভবতী বলেও দাবি করেছে তৃণমূল। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, পারিবারিক হিংসাকে রাজনীতির রঙ দেওয়ার চেষ্টা চলছে।
এই ঘটনার পরই হামলাকারীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন ওই দুই মহিলা। সেই প্রেক্ষিতেই ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারী এক মহিলার দাবি, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। একজন সন্তানসম্ভবা জেনেও রেয়াত করা হয়নি। তাঁকে মারধর করা হয়। পুলিশ জেনেছে, যার বাড়িতে ঢুকে হামলা হয়েছে তিনি নিজে তৃণমূল কর্মী। সেই কর্মীও দাবি করেছেন, তাঁদের বারবার বিজেপি নেতাকর্মীরা হুমকি দিত। এমনকী ৬০-৭০ হাজার টাকা চাওয়া হয়েছিল তাঁদের থেকে। অর্থ না দেওয়ায় 'বয়কট' করার হুমকি পর্যন্ত দেওয়া হয়।
বিজেপির স্পষ্ট অভিযোগ, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। সেই বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে। এখানে বিজেপির কোনও ভূমিকাই নেই। অযথা রাজনৈতিক রঙ লাগিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা চলছে। এটা তৃণমূলী কালচার বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।