শেষ আপডেট: 7th February 2025 15:23
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার হল একাধিক বাংলাদেশি নাগরিক। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ৭ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। তাঁদের জেরা করে যে তথ্য মিলেছে তা মারাত্মক। বিএসএফ জানতে পেরেছে, ইতিমধ্যে ভারতে অনুপ্রবেশ করে আধার ও ভোটার কার্ড বানিয়ে ফেলেছে তারা।
সূত্রে মারফৎ জানা গেছে, এই ৭ জন বাংলাদেশে ফিরছিলেন। সেই সময়ই সীমান্ত এলাকায় তাদের ধরে ফেলে বিএসএফের ১৪৬ নম্বর সীমান্ত চৌকির জওয়ানরা। বাংলাদেশিদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিনজন দালালকেও। তারা অবশ্য ভারতীয়। ৭ মাস আগে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা, এমনই তথ্য পেয়েছে বিএসএফ। এরপরই তাদের সকলকে জলঙ্গি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ভারতে ঢোকার পর কয়েকদিনের মধ্যে এরা জাল ভোটার এবং আধার কার্ড বানিয়েছিল। তারপর কেরলে গেছিল কাজের খোঁজে! সেখানেই বেশ কয়েক মাস কাটিয়ে জলঙ্গি হয়ে বাংলাদেশ ফিরছিল তারা। কেরলে কোথায় কাজ করছিল তারা, জাল নথি কাদের সাহায্যে বানানো, আরও কারা এদের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টায় পুলিশ।
মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার ঘটনা নতুন নয়। পড়শি দেশের পরিস্থিতি বেগতিক হওয়ার পর থেকে একাধিকবার বহু বাংলাদেশি আটক হয়েছে পশ্চিমবঙ্গে ঢুকতে চেয়ে। আবার কয়েক সপ্তাহ আগে জেএমবি জঙ্গিকেও গ্রেফতার করেছে পুলিশ এই জেলা থেকে। তাই বিষয়টি নিয়ে যে ক্রমশ চিন্তা বাড়ছে তা বলাই বাহুল্য।