শেষ আপডেট: 3rd June 2020 11:56
দ্য ওয়াল ব্যুরো : বুধবার নিয়ে পরপর ছ’দিন চাঙ্গা আছে শেয়ার বাজার। এদিন সেনসেক্স বেড়েছে ২৮৪.০১ শতাংশ। মূলত এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় উর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স। এদিন তা পৌঁছেছে ৩৪,১০৯.৫৪ এর ঘরে। একইসঙ্গে নিফটিও বেড়েছে ০.৮৩ শতাংশ। এদিন ৮২.৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ওই সূচক ১০,০৬১.৫৫ এর ঘরে পৌঁছায়। সেনসেক্সে নথিভুক্ত শেয়ারগুলির মধ্যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার দাম বেড়েছে পাঁচ শতাংশ। পাশাপাশি বাজাজ ফিনান্স, নেসলে ইন্ডিয়া, এসবিআই, এবং ওএনজিসি-র শেয়ারের দামও বেড়েছে। অন্যদিকে এনটিপিসি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল এবং মারুতির শেয়ারের দাম কমেছে। এদিন ভারতের শেয়ার বাজারে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। তার ফলেই চাঙ্গা হয়েছে বাজার। একটি সূত্রের খবর, বুধবার ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা ভারতের বাজারে ৭৪৯৮.২৯ কোটি টাকা বিনিয়োগ করেছেন। গত কয়েকদিনে বেশ কয়েকটি দেশ লকডাউন শিথিল করেছে। তার ফলে চাঙ্গা হয়েছে আন্তর্জাতিক বাজার। তার ছাপ পড়েছে ভারতের বাজারে। সাংহাই, হংকং, টোকিও এবং সিওলের শেয়ার বাজারেও এদিন সূচক দুই শতাংশ পর্যন্ত উঠেছে।