শেষ আপডেট: 1st February 2025 09:10
দ্য ওয়াল ব্যুরো: এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোরগোল ছড়াল হুগলির ডানকুনিতে। পুলিশ সূত্রের খবর, মৃত শিক্ষকের নাম কৌশিক হালদার (৪৩)।
শুক্রবার ডানকুনি হাউসিংয়ের ডি ৩৩ নম্বর ব্লকের বাড়ি থেকে পেশায় প্রাথমিক স্কুলের ওই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। শনিবার দেহের ময়নাতদন্ত হবে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
মৃত শিক্ষকের পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়ে থাকতে পারেন ওই শিক্ষক। কর্মক্ষেত্রে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে তিনি অস্থির থাকতেন বলে পরিবারের দাবি। এজন্য শনিবার বাড়িতে জ্যোতিষীর আসার কথাও ছিল। তারই আগে শিক্ষকের অপমৃত্যু ঘিরে পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কৌশিকবাবুর স্ত্রীও শিক্ষকতা করেন। শুক্রবার বিকেলে ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে বারংবার ডাকলেও দরজা খোলেননি কৌশিকবাবু। জানতে পেরে চলে আসেন কৌশিকবাবুর স্ত্রীও। পরে পুলিশে খবর দেওয়া হয়। তারপরই বাড়ি থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।