Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি
Kharagpur News

খড়্গপুরে প্রবীণ সিপিএম নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মার! অভিযুক্ত তৃণমূল নেত্রী

খড়্গপুরের খরিদা (Kharagpur News) এলাকায় প্রবীণ সিপিএম নেতা (CPIM) অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেত্রী (TMC) বেবি কোলে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

খড়্গপুরে প্রবীণ সিপিএম নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মার! অভিযুক্ত তৃণমূল নেত্রী

আক্রান্ত সিপিএম নেতা

শেষ আপডেট: 30 June 2025 09:06

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরের খরিদা (Kharagpur News) এলাকায় প্রবীণ সিপিএম নেতা (CPIM) অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেত্রী (TMC) বেবি কোলে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালঞ্চ এলাকায়।

ঘটনার সূত্রপাত একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে। অভিযোগ, এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন প্রবীণ সিপিএম নেতা অনিল দাস। আর সেই প্রতিবাদেই সোমবার তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেবি কোলের নেতৃত্বে একদল লোক খরিদা এলাকায় রাস্তায় অনিলবাবুকে ধরে ফেলেন এবং তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। প্রাণে বাঁচতে বামনেতা একটি রংয়ের দোকানে আশ্রয় নেন, সেখানেও তাঁকে নিস্তার দেয়নি হামলাকারীরা। অভিযোগ, দোকানের রঙের ডাব্বা তাঁর গায়ে ছুড়ে মারেন, তাতে তিনি পুরোপুরি ভিজে যান।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অনিল দাস খড়্গপুর টাউন থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের বেবি কোলের বিরুদ্ধে।

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক তথা খড়্গপুর সদরের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার। তিনি বলেন, “বেবি কোলে আমাদের দলের হলেও বর্তমানে তাঁর কোনও দায়িত্ব আছে কি না, জানি না। তবে যেটাই হোক, এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমি পুলিশকে অনুরোধ করব, অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতে।” অন্যদিকে, এই ঘটনায়অভিযুক্ত বেবি কোলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এহেন বীভৎস ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।


ভিডিও স্টোরি