শেষ আপডেট: 21st September 2023 13:48
দ্য ওয়াল ব্যুরো: শহর থেকে দূরে আছেন? অথবা দোকানে গিয়ে বাছাবাছি করে গয়না কেনার সময় নেই? কিন্তু পুজোতে বেশ জমাটি একটা নেকলেস না কিনলেই নয়। তাহলে উপায়? পূর্ব ভারতের বৃহত্তম জুয়েলারি রিটেল চেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (Senco Gold & Diamonds) নিয়ে এল তাদের ভার্চুয়াল শোরুম 'সেনকোভার্স'। ঠিক যেমন মেটাভার্সে আপনি ভার্চুয়াল দুনিয়ায় কেনাকাটি করেন, ঠিক তেমনভাবেই বাছাবাছি করে এমনকী ট্রায়াল দিয়ে দেখেও খাঁটি সোনার গয়না কিনতে পারবেন। সেই সুবিধাই আনছে সেনকোভার্স।
সোনার গয়না কেনার (Senco Gold & Diamonds) ডিজিটাল প্ল্যাটফর্ম আগে তেমন দেখা যায়নি। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সেই চমক আনছে। আরও বিশদে বুঝিয়ে বলা যাক। অনলাইনে আস্ত শোরুমটাই দেখা যাবে। পুরোপুরি ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যাবে। ঠিক যেমন গয়না কিনতে চাইছেন তেমনটাই বেছে নিতে পারবেন নির্দিষ্ট কাউন্টার থেকে। অনেক অপশন দেওয়া হবে। ট্রায়াল করেও দেখা যাবে। দোকানে গিয়ে গয়না কেনার সময় যেভাবে দেখে বেছে কেনেন, অনলাইনেও ঠিক তেমনভাবেই দেখেশুনে কিনতে পারবেন।
সেনকো গোল্ডের সিইও শুভঙ্কর সেন বলেছেন, "প্রযুক্তির প্রয়োগে সেনকো গোল্ডের ডিজিটাল ট্রান্সফর্মেশন হল সেনকোভার্স। আমাদের ক্রেতারা নিঃসন্দেহে এতে উপকৃত হবেন। এমন টেকনোলজি এর আগে হয়ত হয়নি।"
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের (Senco Gold & Diamonds) ডিরেক্টর জৈতা সেনের কথায়, "আমরা মেটাভার্সে ভারতের প্রথম ভার্চুয়াল জুয়েলারি শোরুম সেনকোভার্স চালু করার ঘোষণা করতে পেরে আনন্দিত। নতুন প্রযুক্তিতে গ্রাহকদের উন্নত পরিষেবা দিতে পেরে গর্বিত। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস হল ভারতের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড, যা তার কারুকার্য এবং গুণমানের জন্য পরিচিত৷ সেনকোভার্সের সাথে ডিজিটাল জগতে এই ঐতিহ্যকে অব্যাহত রাখতে পেরে আমরা গর্বিত।"
আরও পড়ুন: সেনকো গোল্ড ৩৬ শতাংশ প্রিমিয়ামে যাত্রা শুরু করল, প্রথম দিনে শেয়ার পিছু মূল্য ৪৩১ টাকা