শেষ আপডেট: 2nd January 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো: গত ২৭ ডিসেম্বর ঘটা করে সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকের পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হবে।
বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, প্রাথমিকের বাচ্চাদের ওপর এভাবে চাপ তৈরি করা যাবে না। সেমিস্টার পদ্ধতি চালুর যে ঘোষণা করা হচ্ছে তা বাতিল করতে হবে।
ভরা বৈঠকে এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও একহাত নেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "তোমাকে পরিষ্কার করে বলছি, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করে নেবে। তোমরা কয়েকজন মিলে নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, অথচ আমি জানতেও পারলাম না! এটা হবে না, এখনই ওই সিদ্ধান্ত বাতিল করো।"
স্বভাবতই বিব্রত ব্রাত্যকে বলতে শোনা যায়, "আমরা এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করিনি। আপনি বললেই হবে।"মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বলেন, "বিজ্ঞপ্তি প্রকাশ করোনি মানে? তোমরা তো প্রেসমিটও করেছো। পাবলিকও জেনে গেছে।" এরপরই সেমিস্টার বাতিলের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর সাংবাদিক বৈঠক থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছিলেন, সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে। আর সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
ঘোষণা অনুযায়ী, ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। জুন মাসে হবে প্রথম পরীক্ষা। ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে নতুন পদ্ধতি। তবে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, আপাতত প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে না।
,