শেষ আপডেট: 13th November 2024 20:32
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরের সাবেক মেয়র তথা আওয়ামী লিগ নেত্রী সেলিনা হায়াত আইভিকে দেশ ছাড়ার অনুমতি দিল না ইউনুস প্রশাসন। দেশটির দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মহম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ সেলিনাকে দেশ ছাড়তে না দেওয়ার আর্জিতে সায় দেন।
হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লিগের প্রথমসারির নেতা-মন্ত্রীদের অনেকেই আত্মগোপন করেছেন। দেশ ছাড়ার মুখে বহু নেতা-কর্মীকে উন্মত্ত জনতা পিটিয়ে মেরে ফেলেছে। আওয়ামী লিগের একাংশের দাবি দলের আনুমানিক দু-লাখ নেতা-কর্মী-সমর্থকের বিরুদ্ধে খুন, রাহাজানি, হামলাবাজি, দুর্নীতি, চাঁদাবাজির অভিযোগ দায়ের হয়েছে। তাদেরও বেশিরভাগ এলাকা ছাড়া। শেখ মুজিবুরের ভিটে টুঙ্গিপাড়া ছাড়া কোথাও আওয়ামী লিগ প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না।
এরই মধ্যে ব্যতিক্রম ছিলেন নারায়ণগঞ্জের দীর্ঘদিনের মেয়র সেলিনা হায়াত আইভি। অন্তর্বর্তী সরকার গোটা দেশের পুরপভা, পুর নিগমের বোর্ড ভেঙে দিয়েছে। ফলে সেলিনা এখন নারায়ণগঞ্জের সাবেক মেয়র। দেশের অন্যত্র আওয়ামী লিগের সাবেক মেয়র, পুরসভার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান এমনকী কাউন্সিলররাও গা ঢাকা দিয়েছেন। ব্যতিক্রম বলতে গেলে সেলিনা। তিনি শহরেই আছেন। এবার বৈধ পথে তাঁর দেশ ছাড়ার চেষ্টা আটকে দিল।
গত ১৫ অগাস্ট প্রায় কোন নেতারই যখন সাহস হয়নি, সেলিনা তখন নারায়ণগঞ্জে আওয়ামী লিগের অফিসে গিয়ে শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এসেছেন। তাঁকে দেখে কেউ কটুক্তি, হামলা করেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আওয়ামী লিগের চিরশত্রু বিএনপি-র নেতারাও প্রাক্তন মেয়রের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস, দলবাজির কোনও অভিযোগ করেননি। সেই সেলিনাকে বিদেশ সফরে অনুমতি না দেওয়ায় অনেকেই মনে করছেন ইউনুস সরকার মুড়িমুড়কির একদর করছে।আওয়ামী লিগ হলেই হেনস্থা করা হচ্ছে।
সেলিনা দেশে থাকলেও শেখ হাসিনা ঢাকা ছাড়তেই পালিয়েছেন নায়ায়ণগঞ্জ চার আসনে আওয়ামী লিগের সাবেক এমপি শামিন ওসমান। তাঁকে দিল্লিতে সপরিবারে একটি দরগায় দেখা গিয়েছে বলে বাংলাদেশের মিডিয়ার খবর।
বাংলাদেশের রাজনীতিতে চালু ‘খেলা হবে’ স্লোগানের কপিরাইট শামিমের। অনুগামীরা তাঁকে নারায়ণগঞ্জের ‘বীরযোদ্ধা’ বলত। বাংলাদেশের টেলিভিশন টক শো’য়ে সদা সক্রিয় থাকা শামিনের বিরোধীদের আক্রমণে বিস্তর নাম-ডাক হয়েছিল। কথায় কথায় বলতেন, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং হাসিনা বাহিনীর কমান্ডার। সেই তিনি কর্মী-সমর্থকদের ফেলে রেখে পালিয়ে যাওয়ায় তীব্র নিন্দা-ঘৃণার মুখে পড়েছেন। ৩ অগাস্ট তাঁকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, শামিম বন্দুক থেকে ছাত্র-জনতার দিকে গুলি ছুঁড়ছে।
অন্যদিকে, পেশায় চিকিৎসক সেলিনার বাবা আওয়ামী লিগের বড় নেতা ছিলেন। ছিলেন শেখ মুজিবের ঘনিষ্ঠ। ঢাকায় ডাক্তারির প্রাথমিক পাঠ শেষ করে সেলিনা বিদেশে চিকিৎসা বিজ্ঞানে উচ্চ ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন। নারায়ণগঞ্জে তাঁর প্রধান প্রতিপক্ষ বলতে শামিম ওসমানকেই জানে মানুষ। একই দলে থাকলেও দু’জনের সাপে-নেউলে সম্পর্ক। প্রথমবার নির্দল প্রার্থী হিসাবে জিতে নিজের জনপ্রিয়তা প্রমাণের পর শেখ হাসিনা নারায়ণগঞ্জের এই কৃতি চিকিৎসককেই দু’বার মেয়র প্রার্থী করেন শামিম সহ দলের অনেকেই আপত্তি অগ্রাহ্য করে।
ব্যক্তিগতভাবে রাজনৈতিক বৈরিতা এড়িয়ে চলার কারণেই নায়ায়ণগঞ্জের সাবেক মেয়র এলাকায় থাকতে পেরেছেন, মনে করে রাজনৈতিক মহল ও তাঁর অনুগামীরা।