Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার

লালকেল্লায় জঙ্গি হামলার আশঙ্কা, রাজধানীতে মোতায়েন করা হবে ২০ হাজার পুলিশ কর্মী ও আধাসেনা

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের আগে গোটা দেশ জুড়েই নিরাপত্তা বেষ্টনী আরও মজবুত করার কাজ চলছে। তারই মধ্যে রবিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানানো হল, লালকেল্লাতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা রয়েছে। লালকেল্লা ও তার আশপাশে বিস্ফোরণ ঘটা

লালকেল্লায় জঙ্গি হামলার আশঙ্কা, রাজধানীতে মোতায়েন করা হবে ২০ হাজার পুলিশ কর্মী ও আধাসেনা

শেষ আপডেট: 10 August 2019 13:00

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের আগে গোটা দেশ জুড়েই নিরাপত্তা বেষ্টনী আরও মজবুত করার কাজ চলছে। তারই মধ্যে রবিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানানো হল, লালকেল্লাতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা রয়েছে। লালকেল্লা ও তার আশপাশে বিস্ফোরণ ঘটাতে পারে জঙ্গিরা। সতর্ক করা হয়েছে দিল্লি পুলিশকে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পরে উপত্যকার পরিস্থিতি থমথমে। নাগাড়ে জঙ্গি নাশকতার হুমকি দিয়ে যাচ্ছে পাকিস্তান। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছে, কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার খবর পেয়েই পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে এক ডজনেরও বেশি জঙ্গি গোষ্ঠী। নিয়ন্ত্রণরেখা বরাবর ঘাঁটি তৈরি করছে তালিবানরা। স্বাধীনতা দিবসের আগেই বড়সড় হামলার ছক কষছে তারা। গোয়েন্দা সূত্রে খবর, আশঙ্কা করা হচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল রাজধানীর নানা জায়গায় আত্মগোপন করে রয়েছে। সরকারি গাড়ি ব্যবহার করে লালকেল্লা চত্বরে আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে তারা। হতে পারে ফিদায়েঁ হামলাও। দিল্লির ১৭টি জায়গাকে সংবেদনশীল ঘোষণা করে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এনআইএ-র এক অফিসারের কথায়, "আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে কয়েকজন জঙ্গি ঢুকেছে ভারতে। মূলত তারা দিল্লি, লখনউ ও গাজিয়াবাদে ঘাপটি মেরে রয়েছে। দিল্লির সীমান্ত এলাকাগুলিতে বিশেষ ভাবে নজরদারি চালানো হচ্ছে।" দেশের বড় বিমানবন্দরগুলিতে আগেই সতর্কতা জারি হয়েছিল। এ বার রেল স্টেশন ও বাস সার্ভিসগুলিতেও কড়া নজর রাখছে পুলিশ ও গোয়েন্দারা। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লা চত্বরে ২০ হাজার পুলিশ কর্মী ও আধাসেনা মোতায়েন করা হবে। সংবেদনশীল এলাকাগুলিতে লাগানো হবে সিসিটিভি ক্যামেরা। দিল্লি পুলিশ সূত্রে খবর, শরণার্থী শিবির যেখানে রোহিঙ্গাদের রাখা হয়েছে সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। এই শিবিরগুলিতে জঙ্গিদের আত্মগোপন করে থাকার সম্ভাবনা বেশি।

ভিডিও স্টোরি