শেষ আপডেট: 10th March 2025 08:16
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। তবে এ দফায় প্রথম কয়েকদিন অধিবেশনে যোগ দিতে পারবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পল-সহ কয়েকজন।
সেক্ষেত্রে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বকে কেন্দ্র করে বিরোধী দলের অবস্থান নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। সূত্রের খবর, এ বিষয়ে নিজেদের অবস্থান ঠিক করতে এদিন দুপুরেজজজজজজজ পরিষদলীয় দলের বৈঠক ডেকেছেন বিরোধী দলনেতা।
বিধানসভা সূত্রের খবর, এদিন অধিবেশনের প্রথম অর্ধে শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। সম্প্রতি মৃত্যু হয়েছে গায়ক প্রতুল বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে শ্রদ্ধা জানানো হবে। পরের দ্বিতীয় ভাগে শুরু হবে দফতর ধরে ধরে আলোচনা। এই সপ্তাহে অধিবেশন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার দোল উৎসবের ছুটি থাকবে। পরে শনি ও রবিবার ছুটির দিনে অধিবেশন বসবে না। একইভাবে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে অধিবেশন।
প্রসঙ্গত, বাজেট অধিবেশন চলাকালীন সভায় অভব্য আচরণের অভিযোগে গত গত ১৭ ফেব্রুয়ারি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছিলেন স্পিকার। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের কথা জানিয়েছিলেন শুভেন্দুরা। অধিবেশনের দ্বিতীয় পর্বও বিজেপি আগের সিদ্ধান্ত অনড় থাকবে নাকি কৌশল বদলে অন্য পদক্ষেপ করবে, সেটাই দেখার।